৷৷ প্রথম কলকাতা ৷৷
Chenab rail bridge: LOC-র অদূরে চেনাব রেল ব্রিজ বানিয়ে পাকিস্তানের সুবিধা করে দিল ভারত? প্রশ্নটা অনেকেই তুলছেন৷ কারণ এই প্রজেক্ট নিয়ে বহুবছর ধরে বিতর্ক রয়েছে৷ আইফেল টাওয়ারের থেকেও উঁচু আর্ক শেপের চেনাব রেল ব্রিজ কাশ্মীরের সুদিন আনবে নাকি দুর্দিন? চেনাব নদীর ওপর বিশ্বের উচ্চতম রেলব্রিজ সিসমিক জোন ৪ এ তৈরি৷ ভুমিকম্প প্রবণ কাশ্মীরে রিস্ক বেশি৷ তাহলে? এমন কি প্রযুক্তির ব্যবহার করল ভারতীয় রেলওয়ে? চন্দ্রভাগা নদীর উপরে তৈরি হচ্ছে অত্যাশ্চর্য সেতু৷ ব্রিজের উপর দিয়ে রেলের ট্র্যাক বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে৷
এলওসি থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে থাকছে চেনাব রেলব্রিজ৷ হাইলি রিস্ক জোন৷ ব্রিজটি ১,৩১৫ মিটার লম্বা৷ এই প্রথমবার ভারতে কংক্রিট দিয়ে পূর্ণ করা স্টিলের আর্চ ব্যবহার করা হচ্ছে৷ উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেলপথের অন্যতম হবে৷ একাত্তরে মুক্তিযুদ্ধে ভারতের ক্যাকটাস লিলি অপারেশনের কথা জানেন? পূর্ব পাকিস্তানের মেঘনা হিলি ব্রিজকে উড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা৷ ঢাকায় আটকে পড়েছিল পাকিস্তানি সেনা৷ যে কোনও হামলায় ব্রিজই প্রথম টার্গেট৷ সেজন্যই সীমান্তের এত কাছে প্রজেক্টের বিরোধীতা করেছিলেন ভারতের মেট্রো ম্যান ই শ্রীধরণ৷
কারণ এই ব্রিজ ভারত তৈরি করেছে ব্লাস্ট প্রুফ৷ ভারতীয় রেলওয়ে একা নয় ডিআরডিও সঙ্গে মিলে তৈরি হয়েছে চেনাব রেল ব্রিজ৷ যে পিলারের ওপর দাঁড়িয়ে সমগ্র ব্রিজ৷
কোনও শত্রদেশের কোনও ফাইটার জেট এসে ব্রিজের একটা পিলার ধ্বংস করলেও একেবারেই টলানো যাবে না এই সেতু৷ ধরে নিন কোনও টেররিস্ট ট্রেনে বসেই টিএনটির মতো বিস্ফোরক নিয়ে ব্লাস্ট করার চেষ্টা করল৷ ইঞ্জিনিয়াররা বলছেন তাতেও খুব সামান্যই ক্ষতি হবে প্রযুক্তি এমনই৷ তবে জঙ্গি হামলা ছাড়ুন ভুমিকম্প হলে বাঁচাবে কে? ভূমিকম্প-প্রবণ কাশ্মীরে রিখটার স্কেলে ৮ মাত্রা পর্যন্ত কম্পনেও অটুট থাকবে এই ব্রিজ৷ প্রযুক্তি থাকছে এমনই শক্তিশালী জানিয়েছেন রেলবোর্ডের সদস্য (ইঞ্জিনিয়ারিং) এম কে গুপ্তা সবথেকে বড় কথা, বলা হচ্ছে কাশ্মীরে ফাইনালি এবার আচ্ছে দিন আসতে চলেছে, কারণ ভারতের বাকি অংশের সঙ্গে সরাসরি রেল যোগাযোগের মাধ্যমে যুক্ত হতে চলেছে কাশ্মীর৷ ১ হাজার ৪৮৬ কোটি টাকা খরচ হওয়া এই ব্রিজের মাধ্যমেই৷ এবার কাশ্মীরে আসবে অর্থনীতির জোয়ার৷
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম