Mock Drill For Covid : কতটা প্রস্তুত হাসপাতাল গুলি ? মঙ্গলে শহরে কোভিড মোকাবিলার মহড়া

।। প্রথম কলকাতা।।

Mock Drill For Covid : ২০২২ এর শেষের দিকে নতুন করে চিন্তা সৃষ্টি করেছে চিনের সংক্রমণ। ওমিক্রণের নয়া সাব ভ্যারিয়েন্ট বিফ.৭ ( Omicron Sub Variant BF. 7) এর বাড়বাড়ন্তে বহু মানুষ প্রাণ হারিয়েছেন চিনে ( China) । আক্রান্তের সংখ্যাও ক্রমশ বেড়ে চলেছে। ইতিমধ্যেই ওই নয়া সাব ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে ভারতেও । তাই কোনোভাবেই যাতে এই সংক্রমণ লাগাম ছাড়া না হতে পারে তার সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে রাজ্যগুলিকে ইতিমধ্যেই কয়েক দফা নির্দেশিকা দেওয়া হয়েছে। এবার শহরের তিনটি সরকারি হাসপাতালে কোভিড মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখা হবে মঙ্গলবার।

এই মক ড্রিল বা মহড়ায় ( Mock Drill) মূলত দেখে নেওয়া হবে যে আগামী দিনে যদি রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পায় তাহলে হাসপাতাল গুলি কীভাবে তাঁর মোকাবিলা করবে । মঙ্গলবার অর্থাৎ আজ কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতাল, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল এবং এম আর বাঙুর হাসপাতালে মহড়া চলবে। যদিও এই মহড়ার কোন রোগী অংশ নেবেন না। কিন্তু তারপরও সমস্ত প্রস্তুতি একবার করে ঝালিয়ে নেওয়া হবে। মোট তিন দিন ধরে এই মহড়া চলবে এমনটাই জানা গিয়েছে প্রশাসন সূত্রে। শুধুমাত্র কলকাতায় ( Kolkata) নয় দেশের আরও অন্যান্য শহর গুলিতেও মঙ্গলবার থেকে হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রে কোভিড মোকাবিলার মহড়া চলবে।

সূত্রের খবর অনুযায়ী , মূলত এই মহড়ায় দুটি বিষয়ের উপর বেশি জোর দেওয়া হবে। প্রথমত সরকারি হাসপাতাল গুলিতে কোভিড রোগীর চিকিৎসার জন্য সমস্ত রকম প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রয়েছে কিনা, সেগুলি সঠিকভাবে কাজ করে কিনা তা নিশ্চিত করা হবে। আর দ্বিতীয়ত হঠাৎ করেই যদি কোভিডের ঢেউ যদি আছড়ে দেশে তাহলে শহরের সকল সরকারি হাসপাতাল গুলি তার জন্য কতটা প্রস্তুত হয়ে রয়েছে। চিনে যেভাবে কোভিড সংক্রমণ বৃদ্ধি পেয়েছে তেমনটা যাতে ভারতে না হয় তার জন্য ভারত সরকার প্রথম থেকেই সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করতে চাইছে। তবে কলকাতার শুধুমাত্র ওই তিনটি হাসপাতাল নয়, আরও অন্যান্য বড় হাসপাতাল গুলিতে মহড়া চলবে নির্ধারিত দিনে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version