Jimmy Lai: জালিয়াতির মামলায় হংকংয়ের ধনকুবের জিমি লাইকে ৫ বছরের কারাদণ্ড

।। প্রথম কলকাতা ।।

Jimmy Lai: হংকংয়ের ধনকুবের জিমি লাইয়ের নাম গত কয়েক বছর ধরেই সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। দুটি জালিয়াতির অভিযোগে তাঁকে পাঁচ বছর নয় মাসের কারাদণ্ড দিয়েছে হংকংয়ের একটি আদালত। ২০১৯ সালেও তাঁকে বেজিংয়ের ন্যাশনাল সিকিউরিটি ল-এর অধীনে গ্রেফতার করা হয়েছিল, তখন ২ মিলিয়ন হংকং ডলার জরিমানা করা হয়।

জিমি লাইকে বলা হয় হংকংয়ের মিডিয়া মোগল। ২০২১ সালের এপ্রিলে তাঁকে ১৪ মাসের কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়েছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি নাকি অনুমতি ছাড়া সমাবেশ করার সঙ্গে যুক্ত ছিলেন। তখন তিনি গণতন্ত্রের পক্ষে বিক্ষোভের সঙ্গে জড়িত থাকায় দোষী সাব্যস্ত হন। ৭৪ বছর বয়সি জিমি লাই ‘অ্যাপেল ডেইলি’র প্রতিষ্ঠাতা। মূলত এই পত্রিকা বেজিংয়ের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। সেই সময় জেলখানা থেকে পাঠানো জিমি লাইয়ের হাতের লেখা একটি চিঠি প্রকাশ করেছিল অ্যাপেল ডেইলি। যেখানে জিমি লিখেছিলেন, সাংবাদিক হিসেবে ন্যায় বিচারের জন্য কাজ করা তাঁর দায়িত্ব। তাঁর সংবাদ মাধ্যমে বারংবার চীন এবং হংকং সরকারের সমালোচনা উঠে এসেছে। এই সংস্থার শীর্ষ নির্বাহী, সম্পাদক এবং সাংবাদিক গ্রেফতারের পর প্রকাশনীতে গত বছর বন্ধ করা হয়। সেই থেকে সমস্যা যেন কিছুতেই জিমির পিছু ছাড়ছে না। গণতন্ত্রপন্থী মিডিয়া টাইকুন জিমি লাইকে গত শনিবার ইজারা লঙ্ঘন সম্পর্কিত দুটি জালিয়াতির অভিযোগে পাঁচ বছর নয় মাসের কারাদণ্ড দিয়েছে।

২০১৯ সালে ব্যাপক বিক্ষোভ এবং বেজিং কর্তৃক আরোপিত জাতীয় নিরাপত্তা আইনের অধীনে তাঁকে ২ মিলিয়ন জরিমানাও করা হয়েছিল। জিমিকে শনিবার ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে অফিসের জায়গার কিছু অংশ ভাড়া দেওয়ার জন্য একটি সেক্রেটারিয়াল ফার্মের কাছে প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ১৯৯৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত লিজ চুক্তি লঙ্ঘনের অভিযোগ ওঠে। আদালত রায় দানের সময় জানিয়েছে, এই পদক্ষেপগুলি হংকং সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্ক কর্পোরেশনের সাথে ইজারা চুক্তি লঙ্ঘন করেছে এবং লাই এই সত্যটি গোপন করেছিলেন।

শনিবার সাজা দেওয়ার সময়, বিচারক স্ট্যানলি চ্যান এই ঘটনাকে সংগঠিত এবং পরিকল্পিত বলেছেন। তিনি বলেন এই ঘটনা দুই দশক ধরে ঘটেছে এবং জিমি তাঁর মিডিয়া সংস্থাকে সুরক্ষা ছাতা হিসাবে ব্যবহার করেছেন। জিমি এই পদক্ষেপের জন্য দোষী বোধ করেননি, তাই আদালতের জেলের মেয়াদ কমানোর কোনও ভিত্তি নেই। চ্যান আরো বলেন, লাইয়ের প্রাক্তন সহযোগী ওয়াং ওয়াই-কেউং, যিনি একই জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন, তিনি ২১ মাসের কারাদণ্ড ভোগ করবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version