Homeopathy: মেয়াদ বাড়ছে, প্রথম বর্ষ থেকেই রোগী দেখবেন হোমিওপ্যাথি পড়ুয়ারা

।। প্রথম কলকাতা ।।

 

Homeopathy: এবার হাতে কলমে শিক্ষা শুরু হয়ে যাবে ডাক্তারি শিক্ষার প্রথম বর্ষেই। শিক্ষকদের সঙ্গে ঘুরে ঘুরে বেডসাইড ট্রেনিং বা ওয়ার্ডে গিয়ে রোগী দেখাও শুরু হয়ে যাবে প্রথম বছর থেকেই। দেশ জুড়ে খোলনলচে বদলাচ্ছে হোমিওপ্যাথিক শিক্ষার।

সম্প্রতি কলকাতা শহরে আয়োজিত অল ইন্ডিয়া হোমিওপ্যাথিক পোস্ট গ্রাজুয়েট (post graduate) সেমিনারে এই কথা জানিয়েছেন ন্যাশনাল কমিশন ফর হোমিওপ্যাথির চেয়ারপারসন। শিক্ষা বাস্তবসম্মত এবং যুগোপযোগী হোক, সেটাই তারা চাইছেন। আসন্ন শিক্ষাবর্ষ থেকে বিএইচএমএস পাঠ্যক্রমের প্রথম বছর থেকেই রোগী এবং তাদের মেডিকেল সমস্যার সঙ্গে পরিচিতি শুরু হয়ে যাবে ছাত্রছাত্রীদের।

চিকিৎসকেরা জানিয়েছেন, যত সময় যাচ্ছে জনপ্রিয় হচ্ছে হোমিওপ্যাথি (homeopathy)। মেডিক‍্যাল কলেজ চালু করার বিষয়ে উৎসাহ তার অন্যতম প্রমাণ। প্রতিবছর দেশে নতুন করে দশটি হোমিওপ্যাথিক কলেজ চালু হচ্ছে। এতদিন বিএইচএমএস পাঠ্যক্রমিক তৃতীয় এবং চতুর্থ বর্ষের পড়ুয়ারা রোগী দেখার সুযোগ পেতেন। এবার শুধু প্রথম বছর থেকেই রোগী দেখা শুরু হচ্ছে না প্রথম বর্ষের মেয়াদ বেড়ে হচ্ছে দেড় বছর।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version