।। প্রথম কলকাতা ।।
Holika Dahan 2023: ৭ই মার্চ মঙ্গলবার বঙ্গ রঙিন হবে বিভিন্ন রঙে। মঙ্গলবার রয়েছে দোলযাত্রা (Dol Jatra)। প্রায় এক বছর পর হাজির বহু প্রতীক্ষিত সেই দিন। তার পরের দিন রয়েছে হোলি (Holi)। সাধারণত হোলির আগের দিন পালন করা হয় হোলিকা দহন (Holika Dahan)। উত্তর ভারতে হোলিকা দহন বিশেষ ভাবে পরিচিত হলেও বাঙালির কাছে এটি ন্যাড়া পোড়া হিসেবে পরিচিত। অনেকেই ধন্দে রয়েছেন ন্যাড়া পোড়ার দিন নিয়ে। মঙ্গলবার নাকি বুধবার? পঞ্জিকা ভেদে পূর্ণিমা তিথির সূচনা এবং শেষের সময়ের একটু হেরফের রয়েছে। হোলি রয়েছে বুধবার ৮ই মার্চ, তাই হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার নিয়ম পালন করা হবে ৭ই মার্চ মঙ্গলবার।
পূর্ণিমা তিথির সময়
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী,
পূর্ণিমা তিথি শুরু
৬ মার্চ, সোমবার
সময় – বিকেল ৪টে ১৯ মিনিট
পূর্ণিমা তিথি শেষ
৭ মার্চ, মঙ্গলবার
সময়– সন্ধ্যা ৬টা ১০ মিনিট
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী,
পূর্ণিমা তিথি শুরু
৬ মার্চ, সোমবার
সময়– বিকেল ৪টে ১৮ মিনিট ৪৮ সেকেন্ড
পূর্ণিমা তিথি শেষ
৭ মার্চ, মঙ্গলবার
সময়– সন্ধ্যা ৬টা ৪০ সেকেন্ড
হোলি উৎসব পুরো দুই দিন ধরে পালন করা হয়। প্রথম দিন থাকে হোলিকা দহন এবং দ্বিতীয় দিন রং দিয়ে খেলার প্রথা রয়েছে। এই উৎসব প্রতি বছর ফাল্গুনী পূর্ণিমায় গোটা দেশ জুড়ে পালন করা হয়। এই উৎসব মন্দের উপর ভালোর জয়ের প্রতীক। বসন্তের আগমনকে স্বাগত জানাতে এই উৎসব বঙ্গবাসীর কাছে অত্যন্ত প্রিয়। হোলি এমন একটি উৎসব যা জীবনের উদ্দীপনা, উচ্ছ্বাস এবং আনন্দ বজায় রাখতে কাজ করে, হোলি শিশু থেকে বৃদ্ধ সকলের জন্যই বিশেষ। আপনি যদি হোলিকা দখনের রীতি পালন করতে চান তাহলে শুভ সময়ে নিয়ম পালন করুন। হোলিকা দহনের শুভ সময় ৭ই মার্চ সন্ধ্যা ৬টা ২৪ মিনিট থেকে রাত ৮টা ৫১ মিনিট পর্যন্ত।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম