।। প্রথম কলকাতা ।।
Online tutoring: বাড়ি বাড়ি গিয়ে টিউশন পড়ানোর দিন শেষ। তাছাড়া সারাদিন ঘুরে ঘুরে টিউশন পড়িয়ে কত টাকা আর উপার্জন করা যায়! সেখানে আপনার জন্য উপার্জনের একটা বড় ভরসা হয়ে উঠতে পারে অনলাইন টিউটরিং। এর মধ্য দিয়ে মাসের শেষে অনায়াসে মোটা টাকা উপার্জন করতে পারেন।
বর্তমান যুগ প্রযুক্তির যুগ। শিক্ষাক্ষেত্রে তার বিশাল অগ্রগতি ঘটে গিয়েছে। শিক্ষাদানের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম সামনে এসেছে সমস্ত ধরনের ছাত্র ছাত্রীদের জন্য। অনলাইন টিউটরিংয়ের পুরোটাই শিক্ষক শিক্ষার্থীদের ইন্টারঅ্যাকশনের ওপর নির্ভর করে। তাই সেই স্কিল থাকলে বাড়িতে বসেই ক্লাস করানো ও শিক্ষাদান সম্ভব। ফলে এই সকল অনলাইন প্ল্যাটফর্মে যোগদান করে নিজের বিষয় অন্যান্য উৎসাহী শিক্ষার্থীদের শিখিয়ে অর্থ উপার্জন এখন অত্যন্ত সহজ।
এছাড়াও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম যেমন ইউটিউব, টেলিগ্রাম ও অন্যান্য স্বাধীন অ্যাকাডেমিক ওয়েবসাইটগুলিতে বিভিন্ন বিষয় শেখানোর জন্য অনলাইন শিক্ষক নিয়োগ করা হয়ে থাকে। এখন বিভিন্ন অনলাইন টিউটোরিয়াল করার অ্যাপ্লিকেশন আছে, যেমন গুগল ক্লাসরুম, গুগল মিট, জুম ইত্যাদি। এসব মাধ্যমে স্ক্রিন শেয়ার ও মেটেরিয়াল শেয়ারের মাধ্যমে শিক্ষাদান সহজ হয়ে উঠেছে।
অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম বিকশিত হচ্ছে দিনদিন। শুধু একাডেমিক কোর্স টিউটরিং নয় বরং বিভিন্ন সৃজনশীল কাজ যেমন গান, নাচ শেখানো কিংবা বিভিন্ন ইন্সট্রুমেন্ট গিটার পিয়ানো শেখানো, বিভিন্ন ভাষা শেখানোসহ আরও নানান বিষয়ে অনলাইনে শেখানোর কাজে যুক্ত হতে পারেন।
বর্তমান পৃথিবীতে প্রতিটি মানুষের জীবনধারণের জন্যই অনলাইন পেশা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মানব জীবনের উপর করাল থাবার মত নেমে এসেছিল করোনার প্রকোপ। সেই পরিস্থিতি আমাদের ঘরমুখী
করেছে। উৎসাহিত করেছে অনলাইনে। যাঁরা
টিউটরিং করতেন তাঁরা প্রায় সকলেই করোনা ভাইরাসের সময় অনলাইন টিউটর হয়েছেন। কারণ এ সময় ঘরে ঘরে পড়ানো সম্ভব ছিল না। এখন সেই পদ্ধতি ধরে রেখে তার অনেক অগ্রগতি ঘটিয়েছেন তাঁরা।
আপনি একজন অনলাইন টিউটর হিসাবে পেশাগতভাবে কাজ শুরু করতে চাইলে আপনার ফেসবুক গ্রুপ, পেজের পাশাপাশি ওয়েবসাইট থাকলে ভালো হবে। যেখানে শিক্ষার্থীরা মাসিক সাবস্ক্রিপশনের বিনিময়ে ক্লাস লিঙ্ক পাবে।এছাড়াও সারাদিনে একটি সমস্যা সমাধানের সেশন রাখুন, যেখানে শিক্ষার্থী তার সমস্যা নিয়ে সরাসরি আপনার সাথে কথা বলতে পারে। তবে আর দেরি কেন, আজ থেকেই পরিকল্পনা করে শুরু করে দিন অনলাইন টিউটরিং। তার মধ্য দিয়ে মোটা টাকা আয় করুন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম