Hero Alam: বড়সড় বিপদে পড়েছেন হিরো আলম! উপহারে পাওয়া গাড়ি নিয়ে নাজেহাল অভিনেতা

।। প্রথম কলকাতা ।।

Hero Alom: জনমানসে অত্যন্ত চর্চিত, সমালোচিত ও পরিচিত ব্যক্তিত্ব তিনি। নিজের কাজের কারণেই চর্চায় থাকেন। দুই বাংলার মানুষের কাছে তাঁর জনপ্রিয়তা কোনও অংশে কম নয়। সম্প্রতি বগুড়ার উপ-নির্বাচনে লড়েছেন তিনি। যদিও জিততে পারেন নি। তবে তার পর নানা কারণে সংবাদমাধ্যমের শিরোনাম হয়ে উঠেছেন হিরো আলম (Hero Alom)। এবার উপহারে পাওয়া গাড়ি নিয়ে সমস্যায় পড়েছেন তিনি। কী হয়েছে সেই গাড়ি নিয়ে? কেই বা তাঁকে উপহারে দিয়েছেন তা?

‘সংবাদ প্রতিদিন’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, হিরো আলমকে গাড়িটি উপহারে দেন এক স্কুলের প্রধান শিক্ষক। গত মাসে ফেসবুক লাইভে এসে ওই শিক্ষক হিরো আলমকে নিজের ব্যবহার করা নোয়া মাইক্রোবাসটি উপহারে দেওয়ার কথা জানান। আর সেই গাড়ি নিতে মঙ্গলবার হবিগঞ্জে গিয়েছিলেন আলম। আর বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সেই উপহারের গাড়ি নিয়ে মহা বিপদে পড়েছেন তিনি। কিন্তু কী হয়েছে? ঘটনাটা ঠিক কী? তাঁর বক্তব্য, যে গাড়িটি উপহারে দিয়েছেন, সেই শিক্ষক গাড়ির ফিটনেস সার্টিফিকেট ও ট্যাক্স বকেয়া থাকার কথা তাঁকে বলেন নি। সেইসঙ্গে গাড়ি নেওয়ার সময় মানুষের এত ভিড় ছিল যে, ঠিকভাবে সব কাগজপত্র দেখার সুযোগ হয়নি। তাহলে কি শিক্ষক জেনে বুঝে গাড়িটি গছিয়েছেন হিরো আলমকে? সেই বিষয়ে কথা না বলাই ভালো। তবে এতসব ঝামেলার মধ্যেও গাড়িটি ফেরত দেবেন না বলে জানিয়েছেন হিরো আলম।

তাঁর কথায়, যতই জটিলতা থাক না কেন, উপহারের গাড়ি ফেরত দেব না। এটা তাঁকে ফেরত দিলে, অসম্মান করা বোঝায়। গাড়িটি অ্যাম্বুলেন্স করব বলেছি। তাই রাস্তায় নামাতে যত টাকার প্রয়োজন হয়, খরচা করব। সেইসঙ্গে গাড়িটিকে যেহেতু অ্যাম্বুলেন্স করব, তাই বকেয়া মুকুবের আবেদন জানাব। রিপোর্ট অনুযায়ী, কাগজপত্র দেখে জানা গিয়েছে, নোয়া ১৯৯৮ মডেলের গাড়িটির ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে ২০১৩-তেই। সেই অনুযায়ী ওই গাড়িটির ট্যাক্স বাবদ BRTA’র পাওনা হয় পাঁচ লক্ষ্যের কাছাকাছি। এখন উপহারে পাওয়া গাড়ির বকেয়া আদৌও হিরো আলম কমাতে পারে কিনা, তা জানা যাবে পরে। এই মুহূর্তে দাঁড়িয়ে তাঁকে গাড়িটি ব্যবহারের জন্য খরচা করতে হবে প্রায় লাখ খানেক টাকা। যদিও তিনি তা করতে রাজি আছেন। ফেরত দিয়ে ওই শিক্ষককে অপমান করতে নারাজ হিরো আলম।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version