Covid-19: চিনে শ্মশানের বাইরে দীর্ঘ লাইন, চোখে জল আনা ভিডিও শেয়ার করলেন স্বাস্থ্য বিশেষজ্ঞ

।। প্রথম কলকাতা ।।

Covid-19: দু’বছর পর করোনার কারণে ফের ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে চিনে (China)। হাসপাতালে উপচে পড়ছে রোগী। বেড তো দূরে থাক, মেঝেতে পর্যন্ত জায়গা হচ্ছে না। যত রোগীর চাপ বাড়ছে, ততই হাতের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। বলতে গেলে, রীতিমতো ধুঁকছে চিনের স্বাস্থ্য পরিকাঠামো। করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা ‘হু হু’ করে বাড়ছে সেখানে। আর সেই সঙ্গে ভিড় বাড়ছে মর্গেও। এরই মাঝে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে লোকেদেরকে শ্মশানের বাইরে দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।

ট্যুইটারে স্বাস্থ্য বিশেষজ্ঞ Eric Feigl-Ding-এর শেয়ার করা ভিডিওতে দেখা যায় যে, পরিবারগুলি প্রিয়জনদের মৃতদেহ দাহ করার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে। ভিডিওটি ট্যুইটারে শেয়ার করে তিনি যা লিখেছেন তার বাংলা সারমর্ম দাঁড়ায়, ‘শ্মশানে লাইন দেখার মতো। কল্পনা করুন যাতে আপনার প্রিয়জনকে দাহ করতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে না হয়, কিন্তু তা এখানে করতে হচ্ছে। আসুন, চিনে আছড়ে পড়া ভয়াবহ কোভিড-১৯ তরঙ্গের জন্য সহানুভূতিশীল হই’।

চিনে করোনা ভাইরাসের আরেকটি ঢেউ আছড়ে পড়েছে। চলতি মাসের প্রথম থেকে সংক্রমণে অনেকের মৃত্যু হয়েছে। ‘ইন্ডিয়া টুডে’তে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের কাছ থেকে ফাঁস হওয়া একটি নথিতে বলা হয়েছে, ‘সারা দেশে ২৪৮ মিলিয়ন মানুষ, মোট জনসংখ্যার প্রায় ১৭.৫৬ শতাংশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ডিসেম্বর ১ থেকে ২০’র মধ্যে। এদিকে চিনের ভয়াবহ পরিস্থিতির কথা জানতে পেরে আগেভাগে সতর্ক হচ্ছে নয়া দিল্লি। বর্ষশেষে চীনে এই ধরনের পরিস্থিতি উদ্বেগ বাড়িয়েছে সকলের মধ্যে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version