India Australia Test Cricket: ৮৭ বছরের পুরনো নজির ভাঙলেন হেড-স্মিথ জুটি , কোন রেকর্ড ?

।। প্রথম কলকাতা ।।

India Australia Test Cricket: হাড্ডাহাড্ডি লড়াই চলছে ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে। আর এই ম্যাচেই ৮৭ বছরের পুরনো নজির ভাঙার পাশাপাশি একাধিক রেকর্ড ট্রেভিস হেড -স্টিভ স্মিথ জুটির। এখানেই শেষ নয় এর পাশাপাশি একাধিক নজিরও ভেঙেছেন তারা। ২০১৩ সালে যে কৃতিত্ব অর্জন করেছিলেন ওয়াটসন সেই কাজটাই করে দেখালেন ট্রেভিস হেড। ওয়াটসনের ইনিংসের ১০ বছর বাদে এই নজির গড়লেন হেড। ২২ গজে ট্রেভিস হেড ১৫০ রান করতে সমর্থ হলেন। কিন্তু প্রশ্ন ৮৭ বছরের পুরনো নজির কী? সেটি হল চতুর্থ উইকেটে ২৮৫ রানের পার্টনারশিপ। ১৯৩৬ সালে ওভালে চতুর্থ উইকেট জুটিতে ওয়ালি হ্যামন্ড এবং স্ট্যান ওয়ারথিংটন ২৬৬ রানের জুটি গড়েছিলেন। যে নজির ভেঙে দিলেন হেড-স্মিথ। এছাড়াও জো রুটের রেকর্ড ভাঙলেন স্মিথ। ভারতের বিরুদ্ধে টেস্টে তাঁর নবম শতরান করেছেন স্মিথ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version