Manik Saha: পেশায় ছিলেন ডাক্তার, কীভাবে রাজনীতিতে এলেন মানিক সাহা?

।। প্রথম কলকাতা ।।

Manik Saha: ভোটের দামামা বেজে গিয়েছে ত্রিপুরায়। নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণার পর থেকেই রাজনৈতিক দলগুলির অন্দরে হুড়োহুড়ি লেগে গিয়েছে এক প্রকার। প্রত্যেক দলই নিজের নিজের মতন করে প্রস্তুতি নিচ্ছে। জনসাধারণকে নিজেদের দিকে টানার চেষ্টা করছে সবাই। বহুকাল ধরে কংগ্রেস (Congress) বনাম বামেদের লড়াই দেখা গিয়েছে ত্রিপুরেশ্বরী রাজ্যে। পরবর্তীতে সেখানে ক্ষমতায় এসেছে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন দল (BJP)। তবে প্রাক্তন কংগ্রেস প্রধান এই রাজনৈতিক আঙিনায় সবথেকে বড় ফ্যাক্টর। যদিও সেইসঙ্গে মানিক সাহাকে ভুললে চলবে না।

বিপ্লব দেবের ছেড়ে যাওয়া জায়গায় বসেছেন তিনি।ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ঠিক দশ মাস আগে সেখানে বদলে গিয়েছে মুখ্যমন্ত্রী। পেশায় তিনি দাঁতের ডাক্তার। পাটনার সরকারি ডেন্টাল কলেজ ও লখনউয়ের কিং জর্জ মেডিকেল কলেজ থেকে মাস্টার ডিগ্রি পেয়েছেন ডেন্টাল সার্জারিতে। এমনকি ত্রিপুরার (Tripura) মেডিকেল কলেজে ডেন্টাল সার্জারির প্রফেসর হিসেবে কাজ করেছেন। আগরতলায় ডক্টর বিআরএএম টিচিং হাসপাতালেও শিক্ষকতা করেছেন।

তাহলে রাজনীতিতে যোগ দেন কীভাবে?

সাল ২০১৬, বিজেপিতে যোগ দিয়েছিলেন মানিক সাহা (Manik Saha)। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছিলেন তিনি। এমনকি ত্রিপুরা বিজেপি ইউনিটের সভাপতিও হয়েছিলেন। রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত হওয়ার পর সেখানকার মুখ্যমন্ত্রী হয়েছেন। এর আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন সিপিএমের মানিক সরকার।

৬০ আসনের বিধানসভায় যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি, তাঁদের মধ্যে জায়গা পেয়েছে মহিলারা। বরদোয়ালি আসন থেকে দাড়াচ্ছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা। ত্রিপুরা পশ্চিম কেন্দ্রের বিজেপি সাংসদ প্রতিমা দেবকে ধনপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিটি ও সংসদীয় কমিটির সঙ্গে বৈঠক করে প্রার্থীতালিকা ঘোষণা করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, বনমালীপুর কেন্দ্র থেকে বিপ্লব দেবের জায়গায় বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ভোটে লড়বেন। দেখার এবারে, বরদোয়ালি আসনে জিততে পারেন কি মানিক সাহা! ত্রিপুরেশ্বরী রাজ্যের নির্বাচনের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version