কালীঘাটে মহালক্ষ্মীর পুজো দেখেছেন ? অলক্ষী বিদায়ে রাগ করতে পারেন মা লক্ষ্মী

।। প্রথম কলকাতা ।।

কালীপুজোর রাতেই কালীঘাটে হয় মহালক্ষ্মীর পুজো জানেন দেবী মহালক্ষ্মী আসলে কে? অলক্ষ্মীকে বিদায় করে মা লক্ষ্মীকে রাগিয়ে দিচ্ছেন না তো! সে যে তাঁর আপনজন কালীপুজোর রাতে যাতের বাড়িতে অলক্ষ্মী বিদায় হয়। মা কালী আপনার উপর তুষ্ট হবেনই, কালীঘাটে কালী পুজোর রাতে কীভাবে লক্ষ্মীপুজো হয়? কালীপুজোর সন্ধ্যায় কালীঘাটে লক্ষ্মী পুজো করা হয়। গর্ভগৃহে দক্ষিণাকালী সেদিন মহালক্ষী। আধুনিক কালীঘাট মন্দির তৈরি করেন সাবর্ণ রায়চৌধুরীর পরিবার। তাঁদের বাড়ির রীতি মেনেই কালীপুজোর রাতে মহালক্ষ্মী বা ধনলক্ষ্মীর পুজো শুরু হয়েছে। এমনটাই শোনা যায়।

ওইদিন সকালে আর পাঁচটা দিনের মত দেবী  ক্ষিণাকালীর সকালের নিত্য পূজা ও দুপুরের ভোগ হয়। সন্ধ্যেবেলা প্রথমে অলক্ষ্মী পুজো করে অলক্ষ্মী বিদায় করা হয়। মন্দিরের সেবায়েতরা পাট কাঠি জ্বালিয়ে মন্দির প্রদক্ষিণ করেন। অলক্ষ্মী বিদায়ের পর গোটা মন্দির ধুয়ে ফেলে লক্ষ্মীপুজো শুরু হয়। লক্ষ্মী পুজো মূলত সন্ধ্যেবেলার পুজো, সেসময় মা কালীকে মহালক্ষ্মী রূপে পূজা করা হয়। মহালক্ষ্মীর পুজোয় খই, নাড়ু, মুড়কী, মিষ্টি, ফল, লুচি, তরকারি দেওয়া হয়। সন্ধ্যের পুজো শেষ হয়ে গেলে রাতে আরও একবার ভোগ নিবেদন করা হয়। সেই সময় খিচুড়ি, পোলাও, মাছ এবং পরমান্ন ভোগ দেওয়া হয় দেবীকে। যে কোনও দিন অলক্ষীকে তাড়ানো যায় না। এর জন্য বছরের মধ্যে একটি বিশেষ দিন ঠিক করছেন পণ্ডিতরা। কালীপুজোর অমাবস্যা হচ্ছে সেই নির্দিষ্ট দিন। কিন্তু তা করে মা লক্ষ্মীকে রুষ্ট করছেন না তো?

অলক্ষ্মী হলো দেবী লক্ষ্মীরই দিদি। কেউ বলেন, প্রজাপতি ব্রহ্মার মুখের আলো থেকে জন্ম নিয়েছেন লক্ষ্মী আর পিঠ থেকে জন্ম হয়েছে অলক্ষ্মীও। সমুদ্রমন্থনের সময় সমুদ্র থেকে উঠে আসা অমৃতের পাত্র নিয়ে জন্মগ্রহণ করেন দেবী লক্ষ্মী। আর তার ঠিক আগেই নাকি জন্ম নেন অলক্ষ্মী। সব দিকেই এটাই বোঝায় যে দেবী লক্ষ্মী ও দেবী অলক্ষ্মী হলেন দুই বোন। কোজাগরী লক্ষ্মীপুজোর সময় দেবী লক্ষ্মীর সঙ্গে হাজির হন অলক্ষ্মীও। ঠিক যেমন দুর্গাপূজায় দেবী দুর্গার সঙ্গে আসেন মহিষাসুরও। সব দিক থেকেই যেন বোন লক্ষ্মীর বিপরীত তিনি। তাঁর মতো শান্ত স্বভাবের নন, সৌভাগ্যের প্রতীকও নন। বরং পুরাণ ও শাস্ত্রে দেবী অলক্ষ্মীকে বর্ণনা করা হয়েছে কুরূপা, ঈর্ষা ও দুর্ভাগ্যের প্রতীক হিসেবে। গাধার পিঠে চেপে তিনি হাজির হন ঘরে ঘরে।

তাই মা লক্ষ্মীর সাথে আসলেও কালীপুজোর রাতে তাঁকে বিদায় জানানো হয়। আমাদের সবার মধ্যেই সাদা এবং কালো দুটি দিকই আছে। কখনও কখনও হিংসায় ভরে উঠি আমরা। আমাদের ভেতরের লক্ষ্মীর সঙ্গে ঢুকে যায় অলক্ষ্মীও। কিন্তু তাঁকেও তো দরকার। কালো না থাকলে কি সাদাকে চেনা যায়? সেইজন্যই কালীপুজোর দিন কোথাও লক্ষ্মী আবার কোথাও অলক্ষ্মী দুজনেরই পুজো করা হয়।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version