Momtaz Begum: মেট্রোরেল নিয়ে খুশির হাওয়া ঢাকায়, বিশেষ গান মমতাজের

।। প্রথম কলকাতা ।।

Momtaz Begum: বৃহস্পতিবার থেকে মেট্রোরেলে উঠতে পারবেন ঢাকার (Dhaka) বাসিন্দারা। যদিও এখনই সব স্টেশনে দাঁড়াবে না মেট্রোরেল। নতুন বছরের মার্চ মাস থেকে সব স্টেশনে থামবে। আপাতত ট্রেন চলবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। এই মুহূর্তে তাই নিয়ে ঢাকাবাসীদের মধ্যে উচ্ছ্বাস দেখার মত। খুশির সীমা নেই রাজধানীবাসীর। আর এবার এই গণপরিবহন নিয়ে গান গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম (Momtaz Begum)।

শেখ হাসিনার (Sheikh Hasina) কারণে বাংলাদেশে আজ উন্নয়নের শেষ নেই। এখন থেকে সেখানে চলবে মেট্রোরেল। আর তা চালু হওয়ার জন্য বিশেষভাবে গান গাইলেন মমতাজ। গানটির রেকর্ডিং শেষ হয়ে গিয়েছে। সুর ও সঙ্গীতায়োজন করেছেন কিশোর দাশ। মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে গানটি ইতিমধ্যেই শুনতে পেয়েছেন শ্রোতারা। ‘সময়’ টিভি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এটুআইএর হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার কারিগরি সহযোগিতায় এটি নির্মাণ হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, বুধবার উত্তরার দিয়াবাড়ি স্টেশন প্রান্তে মেট্রোরেলের উদ্বোধনের অনুষ্ঠানে বাজানো হয়েছে ‘অর্থনীতির চাকা ঘুরবে পেছনে ফেলে যানজট’। গানের কথায় বলা হয়েছে, বঙ্গবন্ধুর সোনার বাংলায়, স্বপ্নের মেট্রোরেলের শুভ যাত্রায়/ শেখ হাসিনা আজ অনন্য উচ্চতায়/ মেট্রোরেল, আমাদের স্বপ্নের মেট্রোরেল/ বাঁচবে সময়, বাঁচবে পরিবেশ। উল্লেখ্য, ঢাকা শহরের যানজট এড়াতে ২০১৬ সালে উত্তরায় দেশের প্রথম মেট্রোরেলের নির্মাণযজ্ঞ শুরু হয়েছিল। প্রায় সাড়ে ৬ বছর পর এদিন তার উদ্বোধন করেছেন হাসিনা। এটি সেখানকার মানুষদের জন্য একটা বড় প্রাপ্তি। যে কারণে মমতাজের পক্ষ থেকে এই বিশেষ গান উপহারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version