Rituparna-Nirab: ঋতুপর্ণার বাড়িতে অতিথি বাংলাদেশের শিল্পী নিরব, অভিনেতাকে কী খাওয়ালেন নায়িকা?

।। প্রথম কলকাতা ।।

Rituparna-Nirab: একজন এপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী, অন্যদিকে আরেকজন ওপার বাংলার বিনোদন জগত কাঁপিয়ে বেড়াচ্ছে। এবার একসঙ্গে আড্ডা দিয়েছেন তাঁরা। কী নিয়ে কথা বলেছেন দুজনে? ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta) বাড়িতে ২৬ জানুয়ারি অতিথি হয়ে হাজির হয়েছিলেন বাংলাদেশের নিরব (Nirab Hossain)। বেশ কয়েক ঘন্টা একসঙ্গে সময় কাটিয়েছেন দু’জনে। তাঁদের সেই আড্ডায় হাজির ছিলেন অভিনেত্রীর কিছু বন্ধু-বান্ধব এবং এখানকার কিছু সাংবাদিক বন্ধুও।

‘প্রথম আলো’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গেল ২৫ জানুয়ারি ব্যক্তিগত কিছু কাজের জন্য কলকাতায় (Kolkata) এসেছিলেন নিরব। আর সেই কাজের ফাঁকে ঋতুপর্ণার বাড়িতে হাজির হয়েছিলেন তিনি। তবে এখন ঢাকায় ফিরে গিয়েছেন। রবিবার ‘প্রথম আলো’র সঙ্গে আলোচনায় তিনি জানিয়েছেন, সরস্বতী পূজার নেমন্তন্ন ছিল ঋতুপর্ণা সেনগুপ্তর বাড়িতে। তাঁর কথায়, পুজো থাকায় নানা পদের খাবার নিজেই রান্না করেছিলেন ঋতুপর্ণা। এত রান্না করেছিলেন যে খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি। আসার সময় অভিনেতার হাতে কয়েক রকমের মিষ্টির প্যাকেটও ধরিয়ে দিয়েছেন অভিনেত্রী। আর এপার বাংলার তারকার যত্ন পেয়ে আপ্লুত অভিনেতা। কী কী খেয়েছেন অভিনেত্রীর বাড়িতে?

অভিনেতা জানিয়েছেন, এমন অনেক খাবার খেয়েছেন যার নামও জানেন না। তবে যেগুলো জানেন তার মধ্যে ছিল খিচুড়ি, বাঁধাকপি, বেগুন ভাজা, লুচি, আলুর দম, মিষ্টি কুমড়া, মিঠাই, লাড্ডু। খাবারের ফাঁকে অভিনেত্রী তাঁর সমস্ত বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়েছেন নিরবের। একজন বিনোদন দুনিয়ায় রয়েছেন ৩৪ বছর। আরেকজনের মেয়াদ ১৩ বছর। এই প্রথম চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তাঁরা। ‘স্পর্শ’ ছবির সুবাদেই ঋতুপর্ণার সঙ্গে এক আলাদা সম্পর্ক তৈরি হয়েছে নিরবের। আর সেই সূত্রেই অভিনেত্রীর কলকাতার বাড়িতে আসা তাঁর।

অন্যদিকে তাঁকে বাংলাদেশের (Bangladesh) সুপারস্টার বলে ব্যাখ্যা করেছেন ঋতুপর্ণা। তাঁর কথায়, ভারত আর বাংলাদেশের বিভাজন আমি একদমই মানি না। আমার মনে, আমরা সবাই এক। যে সিনেমাটি আমরা করতে চলেছি বা করছি, সেটা একটা গভীর সম্পর্কের গল্প। সেখানকার সুপারস্টার নিরব, আর এই দেশটার সঙ্গে আমার ভীষণ ভালো সম্পর্ক রয়েছে। তাই বাংলাদেশের ছবিতে কাজ করার কথা উঠলে, আমি কোনও ভাবেই না করতে পারি না। দুই বাংলার ইন্ডাস্ট্রির মধ্যেকার সম্পর্ক বেশ ভালো। প্রায় সময় ওপার বাংলার তারকাদের কাজ করতে দেখা যায় এপার বাংলার ছবিতে। আবার এপার বাংলার তারকারা ওপার বাংলার ছবিতে কাজ করে থাকেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version