Cucumber cultivetion: শীতে শসা চাষ করুন, লাভ দেখে আপনি অবাক হবেন

।। প্রথম কলকাতা ।।

Cucumber cultivetion: সারা বছরই এখন শসা পাওয়া যায়। শসা গ্রীষ্ম কাল এবং শীতকাল দুই সময়েই হয়। ভালো লাভ পেতে এখনই শুরু করুন মাচায় শসা চাষ। কারণ  মাচায় ঝোলা শসার বাজারে ভালো চাহিদা রয়েছে। লাভজনক হওয়ায় কৃষকদের একটি বড় অংশ অন্য সবজি চাষ ছেড়ে শসা চাষের দিকে ঝুঁকছেন। অল্প জমিতেই ভালো লাভ মেলে শসা চাষে।

জলনিকাশি যুক্ত দোআঁশ মাটি শসা চাষের পক্ষে খুবই ভালো। এই মাটিতে শসা চাষের জন্য প্রচার রাসায়নিক কিংবা জৈব সার থাকে। যা অন্য চাষের পর অব্যবহৃত অবস্থায় চাষের মাঠে পড়ে থেকে নষ্ট হয়। জমিতে জলনিকাশি ব্যবস্হা ভালো হওয়া প্রয়োজন।
শীতকালীন শসা চাষের জন্য এই অগ্রহায়ণ মাস থেকে পৌষ মাস অর্থাৎ নভেম্বর থেকে জানুয়ারি মাস খুবই ভালো সময়।

উচ্চ ফলনশীল বীজ থেকে চারা তৈরি করুন। চারার বয়স ১৬-২০ দিন হলে তা জমিতে রোপণ করুন। ৬-৭ ফুট দূরত্বে ১ ফুট গভীর ও ১ ফুট ব্যাসের গর্তে চারা রোপণ করতে হবে।  সারি থেকে সারির দূরত্ব হবে ১.৫-২ মি.।

প্রতি একর জমির জন্য ২০ গাড়ি গােবর সার বা কম্পোস্ট সার এবং ২৫ কেজি ইউরিয়া, ৩০ কেজি সিঙ্গল সুপার ফসফেট ও ৩০ কেজি মিউরেট অব পটাশ দরকার। জমি তৈরির সময় তা দিতে হবে। এছাড়া চারার ৩ সপ্তাহ ও ৬ সপ্তাহ বয়সে দুবার প্রতিবারে ১০ কেজি ইউরিয়া চাপান দিতে হবে।

কিছু পোকা কচি ফলের ওপর ছিদ্র করে ডিম পাড়ে এবং কয়েক ঘণ্টার মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হয়। বাচ্চা পোকা ফলের নরম অংশ খেতে শুরু করে। এর ফলে ফল বেঁকে যায়। ২ লিটার জলে ৫০০ গ্রাম গুড়, ২০ গ্রাম কার্বারিল ও ২০ গ্রাম ইস্ট মেটাতে হবে। ওই মিশ্রণ অল্প অল্প করে অনেকগুলি পাত্রে নিয়ে জমিতে রেখে দিন। তাতে রোগ পোকা পাত্রের মিশ্রণে আকৃষ্ট হবে এবং মারা যাবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version