Rooftop Garden Tips: সামান্য খরচেই হবে দুর্দান্ত ছাদ বাগান! বীজ কেনা থেকে পরিচর্যা, জানুন খুঁটিনাটি

।। প্রথম কলকাতা ।।

Rooftop Garden Tips: স্বপ্নের বাগানের জন্য বাড়ি লাগোয়া বড় জমি নেই তো কি হয়েছে, এক টুকরো ছাদ থাকলেই যথেষ্ট। ছোট্ট টবে ফলাতে পারেন নানান ফুল, ফল এবং শাকসবজি। বিশেষ করে শীতকাল ছাদ বাগান বানানোর জন্য মোক্ষম সময়। অনেকেই খরচের কথা ভেবে ছাদ বাগান সাজানোর কাজে পিছিয়ে যান। একটু বুদ্ধি করে পরিকল্পনামাফিক এই কাজ করলে খরচ যেমন বাঁচে, তেমনই খুব তাড়াতাড়ি ফসল পাওয়া যায়। এক্ষেত্রে প্রয়োজন নেই খুব একটা দামী সরঞ্জামের। বাড়িতে থাকা পুরনো কয়েকটা জিনিস দিয়েই ছাদে তৈরি করতে পারেন সুন্দর বাগান।

কীভাবে করবেন স্বল্প বাজেটের বাগান ?

• বীজ কেনা

প্রথমেই দামি বীজ কেনা থেকে বিরত থাকুন, যেমন- স্কোয়াশ, ড্রাগন ফল, চেরি , বিভিন্ন বিদেশী ফুল । প্রথমে স্বল্প দামে শাক সবজি এবং কিছু ফুলের বীজ লাগান। তারপর ধীরে ধীরে বীজের সাথে সাথে বাড়াবেন চাষের পরিধি।

•বাগানের সরঞ্জাম সংগ্রহ

ছাদ বাগানের জন্য খুব একটা দামী সরঞ্জামের প্রয়োজন হয় না। এর মধ্যে বেশ কিছু সরঞ্জাম গৃহস্থবাড়িতে এমনিতেই থাকে। এছাড়াও আপনি চাইলে পুরনো সরঞ্জাম সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে অর্ধেক দামেই আপনি পেয়ে যাবেন। একটু খোঁজ নিয়ে আপনি বাজার থেকে অত্যন্ত কম দামে নিড়ানি, গ্লাভস, বেলচা, ছোটো শাবল এগুলি সংগ্রহ করতে পারেন।

•কলমের গাছ সংগ্রহ

সব সময় বীজ থেকে ভালো জাতের শাকসবজি ও ফল পাওয়া সম্ভব নয়। তাই প্রতিবেশী বা পরিচিত বাগান প্রেমীদের কাছ থেকে ভালো গুণমানের কলম সংগ্রহ করতে পারেন। কারণ প্রতিবেশী বা আত্মীয়রা কলম কাটিং সাধারণত বিনামূল্যেই দিয়ে দেন।

• পুরনো জিনিসকে নতুন রূপে ব্যবহার

এক একটা মাটির টব কিনতে অনেক খরচ পড়ে যাবে। তাই বাড়িতে পড়ে থাকা পরিত্যক্ত প্লাস্টিকের খাবারের পাত্র , কফির গ্লাস, পুরাতন ড্রাম বা বালতিতে সহজেই আপনি বীজ রোপণ করতে পারবেন। ফেলে দেওয়া জিনিস গুলি আপনার ঘরে জঞ্জাল হয়ে না থেকে উপরন্তু আপনার ছাদকে সাজিয়ে তুলবে। ওই প্লাস্টিক পাত্র গুলির গায়ে সুন্দর করে রং তুলি দিয়ে নানান ডিজাইন করতে পারেন।

• মাটি তৈরি

বাজার থেকে আলাদা করে বাগানের জন্য মাটি কেনার কোন প্রয়োজন নেই। নিজের বাগানের মাটি আপনি অতি সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। কিভাবে বানাবেন তা জেনে নিন।

*রান্নাঘরে বিভিন্ন সবজি খোসা ,খাবারের ফেলে দেওয়া অংশ ,হাড়ের গুঁড়ো এছাড়াও নারকেলের ছোবড়া ও কাঠের গুঁড়ো ফেলে না দিয়ে পচিয়ে আপনি সহজেই বানিয়ে ফেলতে পারেন কম্পোস্ট সার।

*আপনার বাড়ির আশেপাশে যদি কোন পোল্ট্রি খামার বা অন্যান্য পশুপাখির খামার থাকে, তাহলে সহজেই সংগ্রহ করতে পারবেন জৈব পদার্থ।

* ফেলে দেওয়া ডিমের খোসা গুঁড়ো করে আপনার বানানো মাটি বা সারের সাথে মিশিয়ে নিতে পারেন । এর ফলে মাটিতে ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি পায়।

*ছাদ বাগানের জন্য প্রয়োজন কিন্তু ধৈর্যের। তাই প্রথমেই হাল ছেড়ে দেবেন না। বাগানের প্রথমেই আপনি প্রচুর সবজি ও ফলের আশা করবেন না। সঠিক মত পরিচর্যা করলে আস্তে আস্তে ফসলের পরিমাণ বৃদ্ধি পাবে। ছাদ বাগানে তৈরি শাকসবজি ও ফল শরীরের পক্ষে অত্যন্ত উপকারী, কারণ এখানে কীটনাশক ব্যবহারের মাত্রা অত্যন্ত কম।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version