CV Ananda Bose : অ-আ শিখবেন বাংলার রাজ্যপাল, হাতে খড়ি অনুষ্ঠানের আয়োজন রাজভবনে

।। প্রথম কলকাতা।।

CV Ananda Bose : জগদীপ ধনখড়েরর ( Jagdeep Dhankhar) পর বাংলার রাজ্যপালের দায়িত্ব পালন করছেন সিভি আনন্দ বোস ( CV Ananda Bose) । অবশ্য তিনি বাঙালি নন। চেহারায় মালোয়ালি হলেও তিনি মনে প্রাণে বাঙালি। একথা অনেকবারই তাঁর মুখ থেকেই শোনা গিয়েছে। বাংলার সংস্কৃতি এবং বাংলা ভাষার প্রতি তাঁর আগ্রহ প্রথম দিন থেকেই। এমনটাই জানিয়েছিলেন রাজ্যপাল। বাঙালি শিশুদের বাংলা ভাষা ( Bengali Language) শেখার প্রথম ধাপ হল হাতে খড়ি। এবার সেই পথে এগোলেন বাংলার রাজ্যপাল। সরস্বতী পুজোর দিনেই হাতে খড়ি হবে সিভি আনন্দ বোসের । উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee)।

২৬ জানুয়ারি রাজভবনের ( Rajbhavan) ইস্ট লনে বিকাল পাঁচটা নাগাদ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে , এমনটাই জানানো হয়েছে রাজভবনের তরফ থেকে। তিনি বাংলার রাজ্যপাল ( Governor) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করার পরই উৎসাহ প্রকাশ করেছিলেন বাংলা ভাষা শেখার ক্ষেত্রে । শুধুমাত্র বাংলা ভাষা শিখে কথা বলা নয় , রীতিমতো বাংলা ভাষায় বই লেখার ইচ্ছাও জানান তিনি। রাজ্যপাল নিজেই জানিয়েছিলেন, বাংলার সংস্কৃতির সাথে এই প্রথম পরিচয় ঘটেনি তাঁর। এই পরিচিতি বহু আগে থেকেই। কারণ তাঁর কর্মজীবনের শুরুতে কলকাতার একাধিক জায়গায় কর্মরত ছিলেন তিনি।

এবার এখানকার ভাষাকেও আপন করে নেওয়ার চেষ্টা। তিনি জানিয়েছিলেন , তাঁর পরিবারও একই রকমভাবে বাংলার প্রতি অনুরাগী । তাঁর বাবা সুভাষচন্দ্র বসুর পরম ভক্ত ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কাবুলিওয়ালা’ গল্পটি তিনি পড়েছেন, এমনটাই জানান নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে। নিজেকে গর্বের সঙ্গে বাংলার দত্তকপুত্র হিসেবেও পরিচয় দেন তিনি । রোজ অন্ততপক্ষে একটি করে নতুন বাংলা শব্দ শিখবেন এবং প্রয়োজন পড়লে খানিক ভাঙ্গা ভাঙ্গা বাংলা ভাষাতেই কলকাতার মানুষের সঙ্গে কথা বলবেন, এমনটাই জানিয়ে ছিলেন। আর এবার সেই পথেই তিনি এক ধাপ এগোতে চলেছেন হাতে খড়ি অনুষ্ঠানের মাধ্যমে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version