Good Friday: গুড ফ্রাইডে ‘গুড’ নয়, শোক পালনের দিন! কারণ জানলে মন খারাপ হবে

।। প্রথম কলকাতা ।।

Good Friday: গুড ফ্রাইডে (Good Friday) ‘গুড’ নয়, মূলত এই দিন শোক পালন করা হয়। খ্রিস্টান ধর্ম অনুযায়ী, গুড ফ্রাইডে পবিত্র সপ্তাহের গুরুত্বপূর্ণ দিন। যার অপর নাম ‘পবিত্র শুক্রবার’, ‘মহান শুক্রবার’ এবং ‘কালো শুক্রবার’। বাইবেল অনুযায়ী, গুড ফ্রাইডে যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ এবং মৃত্যুর দিন হিসেবে স্মরণ করা হয়।

খ্রিস্টান ধর্মাবলম্বীরা গুড ফ্রাইডে পালন করেন। গুড ফ্রাইডে শোক দিবস হিসেবে পালিত হয়। ২০২৩ এ গুড ফ্রাইডে ৭ই এপ্রিল পড়েছে। ইহুদী শাসকরা যখন যিশু খ্রিস্টকে শারীরিক ও মানসিক নির্যাতনের পর ক্রুশবিদ্ধ করেছিল, সেই দিনটি ছিল শুক্রবার। যিশু খ্রিস্ট মানবজাতির জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন, তাই এই শুক্রবারকে খ্রিস্টান ধর্মাবলম্বীরা ‘গুড ফ্রাইডে’ হিসেবে পালন করে। গুড ফ্রাইডে হলি ডে, ব্ল্যাক ফ্রাইডে এবং গ্রেট ফ্রাইডে নামেও পরিচিত। এই দিনটিকে খ্রিস্টান ধর্মাবলম্বীরা প্রধানত যিশু খ্রিস্টের আত্মত্যাগ দিবস হিসেবে পালন করেন। খ্রিস্টানদের পবিত্র গ্রন্থ বাইবেলে আরও বলা হয়েছে যে, যীশু খ্রিস্টকে প্রায় ৬ ঘণ্টা পেরেক বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছিল। যখন এই সব ঘটছিল, গত ৩ ঘন্টা ধরে পুরো রাজ্যে অন্ধকার ছিল এবং যিশু খ্রিস্টের মৃত্যুর পরে, সমাধি ভাঙতে শুরু করে। কিছু বিশ্বাস অনুসারে, যিশু খ্রিস্ট তাঁর ক্রুশবিদ্ধ হওয়ার তিন দিন পর পুনরুত্থিত হন, সেই দিনটি ছিল রবিবার। তাই সারা বিশ্বে ইস্টার সানডে পালিত হয়।

খ্রিস্টান ধর্মাবলম্বীরা ৪০দিন উপবাস রাখেন, আবার কেউ কেউ শুধুমাত্র শুক্রবার উপবাস রাখেন, একে লেন্ট বলা হয়। এই দিনে গির্জা এবং বাড়ির সাজসজ্জা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। গির্জায় কালো পোশাক পরে শোক প্রকাশ করার রীতি রয়েছে। ক্ষমা প্রার্থনা করে যিশু খ্রিস্টের শেষ সাতটি বাক্য বিশেষভাবে ব্যাখ্যা করা হয়। বিশ্বাস অনুসারে, লোকেরা এই দিনে গির্জার সকলের সাথে একসাথে প্রভু জীবন যিশুর বলিদানকে স্মরণ করে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version