Paper Plate Making Business: বিয়ে থেকে পুজো সবতেই চাহিদা, লাভজনক হতে পারে পেপার প্লেটের ব্যবসা

।। প্রথম কলকাতা ।।

Paper Plate Making Business: চাকরির আশায় অপেক্ষা করতে করতে ক্লান্ত ? ধরাবাঁধা ব্যবসায় নামতে গেলে প্রয়োজন প্রচুর পরিমাণ পুঁজি। অল্প বিনিয়োগ এ কোন ব্যবসা শুরু করার কথা ভাবছেন ? তাহলে আপনার জন্য রয়েছে অল্প পুঁজির লাভজনক ব্যবসার হদিশ। বর্তমানে বিয়ে বাড়ি থেকে শুরু করে অন্নপ্রাশন বাড়ি, পুজো থেকে শুরু করে বিভিন্ন রকম অনুষ্ঠানে পেপার প্লেট এর ব্যবহার করা হয় দারুন ভাবে। একে তো এটি ভীষণ হালকা, ব্যবহারের উপযোগী, পরিবহনের উপযোগী এবং পরিবেশ বান্ধব। তাই পেপার প্লেটের চাহিদা হঠাৎ করে কমে যাওয়ার কোন আশঙ্কাই নেই।

এই কারণেই পেপার প্লেট তৈরির ব্যবসা বেশি লাভজনক হয়ে উঠতে পারে যে কোন ব্যবসায়ীর কাছে। খুব কম টাকা বিনিয়োগ করে বিভিন্ন আকারের পেপার প্লেট তৈরি করে অনায়াসে লাভ বুঝে নিতে পারবেন ব্যবসায়ীরা। তবে পেপার প্লেট ব্যবসার জন্য মার্কেটে চাহিদা কিন্তু মাথায় রাখতে হবে। ভাবছেন কীভাবে শুরু করবেন পেপার প্লেট তৈরির ব্যবসা ? আজকের প্রতিবেদনে মিলবে সেই সব উত্তর।

* যে বিষয়টি মাথায় রাখতে হবে

যেকোনো ব্যবসা শুরু করতে গেলে আপনার প্রোডাক্টের বাজার চাহিদা বোঝা কিন্তু খুব প্রয়োজন। আপনি কোন বাজারে পেপার প্লেট গুলি বিক্রি করবেন তা আগে থেকেই নির্বাচন করে রাখুন। গ্রাহকের সঙ্গে আগে থেকেই কথাবার্তা বলে রাখুন তারপর চাহিদা অনুযায়ী পেপার প্লেট তৈরি করা শুরু করুন। তবে সব সময় কোয়ালিটির দিকে বিশেষ নজর দেবেন। গ্রাহকদের পছন্দ হলেই কিন্তু পরবর্তীতে আরও অর্ডার পেতে পারেন।

* কত টাকা বিনিয়োগ করতে হবে ?

এই ব্যবসা শুরুটি আপনি অল্প টাকাতেই করতে পারেন। মোটামুটি ২০ হাজার টাকা যদি আপনি প্রথমে ইনভেস্ট করতে পারেন তবে এই ব্যবসা শুরু করা সম্ভব। কিন্তু সে ক্ষেত্রে আপনাকে ম্যানুয়াল অর্থাৎ হাতে চালানো মেশিন দিয়ে পেপার প্লেট বানাতে হবে। তা যদিও সময় সাপেক্ষ কিন্তু প্রথম দিকে শুরু করার জন্য এটাই যথেষ্ট। পরবর্তীতে অটোমেটিক মেশিনের সাহায্যে ব্যবসা চালিয়ে নিয়ে যেতে পারলে পেছনে ফিরে তাকাবার প্রয়োজন হবে না।

* প্রয়োজনীয় জিনিসপত্র

পেপার প্লেট তৈরি করার জন্য সর্বপ্রথম প্রয়োজন মেশিন। সেটি ম্যানুয়াল মেশিনও হতে পারে অথবা অটোমেটিক মেশিনও হতে পারে। আর প্রয়োজন হল উন্নত কোয়ালিটির প্রিন্টেড পি ই পেপার। এছাড়াও বটম রিল এবং অন্যান্য প্রয়োজনীয় প্রিন্টিং উপকরণ।

* কীভাবে তৈরি করবেন পেপার প্লেট ?

পেপার প্লেট তৈরি করতে গেলে সর্বপ্রথম প্রিন্টেড পেপার মাপ করে কেটে নিতে হবে। যেহেতু পেপার প্লেট বিভিন্ন মাপের হয় তাই আপনি কোন ধরনের পেপার প্লেট তৈরি করতে চাইছেন তার নির্দিষ্ট মাপ রাখতে হবে। মেশিনটি চালু করার পর কেটে নেওয়া গোলাকার পেপার মেশিনের মধ্যে দিয়ে দিতে হবে। সেটি ওই পেপারের উপর চাপ সৃষ্টি করবে এবং প্লেটের আকার তৈরি করবে। মেশিনের মাধ্যমেই প্লেটের কানা বা ধারের ডিজাইন গুলিও তৈরি হয়ে যাবে।

* মার্কেটিং কীভাবে করবেন ?

আপনার তৈরি করা পেপার প্লেট গুলি বিক্রি করার জন্য মার্কেটিং খুব প্রয়োজন। এইগুলি পাইকারি দরে আপনি দোকানে দিতে পারেন অথবা কোন রেস্টুরেন্ট, খাবারের স্টল, ক্যাটারার এইসব জায়গাতেও পাইকারি দরে বিক্রি করতে পারেন। এছাড়াও খুচরো বিক্রি করার ক্ষেত্রে পেপার প্লেট কিন্তু খুব লাভজনক ব্যবসা। তবে অবশ্যই মার্কেট ঘুরে কোথায় এর চাহিদা সবথেকে বেশি এবং কোথায় লাভ রেখে বিক্রি করা যাবে তার খোঁজ নিতে হবে ব্যবসায়ীকেই।

* পেপার প্লেট বানানোর ব্যবসা কতটা লাভজনক ?

উদাহরণস্বরূপ, আপনার তৈরি করা এক একটি পেপার প্লেটের দাম ৮০ পয়সা। নিশ্চয়ই একটি প্যাকেটে করে বিক্রি করা হবে। সেই প্যাকেটটাই রাখবেন ১০০টি প্লেট অর্থাৎ প্যাকেটটার দাম দাঁড়াচ্ছে ৮০ টাকা। এছাড়াও যদি পিস হিসেবে পেপার প্লেট বিক্রি করা যায় তবে প্রতি প্লেট পিছু দাম হয় এক টাকা। তাই বিভিন্ন আকারের পেপার প্লেটের বাজার বুঝে দাম নির্ধারণ করলে অবশ্যই লাভ থেকে যাবে ব্যবসায়ীর।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version