।। প্রথম কলকাতা ।।
Candle Making Business: মোমবাতি হল এমন একটি উপকরণ যা বিভিন্ন কাজে বিভিন্ন সময় ব্যবহার করা হয়ে থাকে। সমাজের সব শ্রেণীর মানুষের কাছে মোমবাতির (Candle) কদর রয়েছে। কারও ঘরকে রাতের অন্ধকার থেকে মুক্ত করতে মোমবাতি কাজে লাগে আবার কারও রেস্তোরাঁর ডিনারকে একেবারে অন্যরকম করে তোলার জন্য সাজসজ্জার সরঞ্জাম হিসেবে ব্যবহার করা হয় মোমবাতি। অর্থাৎ কোন সাধারণ গৃহস্থ বাড়ি বলুন আর পুজোর বাড়ি অথবা কোন রেস্তোরাঁ, সব জায়গাতেই বিভিন্ন কাজে বিভিন্ন রকম ভাবে মোমবাতি ব্যবহার করা হয়ে থাকে। তাই এই ব্যবসার (Business) সঙ্গে যে কোন বেকার নারী পুরুষ যুক্ত হয়ে নিজের আয় নিশ্চিত করতে পারবেন।
মোমবাতি তৈরির ব্যবসার সুবিধা
প্রথমত মোমবাতি তৈরির ব্যবসা শুরু করতে গেলে একগুচ্ছ টাকার প্রয়োজন হয় না। কম পুঁজিতে (Investment) এই ব্যবসা শুরু করা যায়। মোমবাতি বানানো শেখা যায় খুব সহজে। আর মোমবাতির কারখানা তৈরি করার জন্য বিরাট বড় জায়গার প্রয়োজন হয় না। ছোটখাটো জায়গাতেই এটি তৈরি করা যায়। যেমন পাইকারি দরে মোমবাতি বিক্রি করা সম্ভব তেমনি খুচরো দোকানদারদের কাছেও বিক্রি করতে পারেন মোমবাতি।
পুঁজি বিনিয়োগের পরিমাণ
ব্যবসা করতে গেলে পুঁজি বিনিয়োগ তো করতেই হবে। তবে এই ব্যবসা শুরু করার জন্য ৮ থেকে ১৫ হাজার টাকা প্রাথমিকভাবে হাতে থাকলেই যথেষ্ট। যদি আপনি ব্যবসা অনেক বড় ভাবে শুরু করতে চান তাহলে খরচ আর একটু বেশি হতে পারে। কিন্তু একেবারে ছোট ব্যবসায়ী হিসেবে মোমবাতি বানানোর কাজ শুরু করতে গেলে উল্লেখিত টাকাটাই যথেষ্ট।
কাঁচামাল এবং তৈরির পদ্ধতি
মোমবাতি তৈরি করার জন্য কাঁচামাল হিসেবে প্রয়োজন হয় সাদা মোম, ইস্টারিক অ্যাসিড, সুতো, সয়াবিন তেল, প্যাকেট, লেভেল ,আঠা প্রভৃতি। আর মোমবাতিকে নির্দিষ্ট আকার দেওয়ার জন্য প্রয়োজন হয় ছাঁচের । সেই ছাঁচ গুলিও দেখতে বেশ অন্যরকম হয়। যেমন আকৃতির ঝাঁঝ থাকবে গরম মোম তাতে ঢেলে দিলে সেই রকম আকৃতিরই মোমবাতি হয়ে বেরোবে।
অন্যান্য বিষয়
এই মোমবাতি তৈরির ব্যবসা আপনি একা হাতের সামলাতে পারবেন কিনা সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। অনেকেই আছেন যারা পরিবারের সদস্যদের সঙ্গে এই মোমবাতির ব্যবসা করে থাকেন। আবার অনেকে ব্যবসার ক্ষেত্রে দু তিন জন কর্মচারী নিয়োগ করেন। অন্যদিকে যে কোন ব্যবসা ভালোভাবে চালাতে গেলে তার প্রচার করার প্রয়োজন রয়েছে। তাই আপনিও নিজের ব্যবসার প্রচার (Marketing) করতে পারেন এলাকায় ফেস্টুন বা পোস্টার লাগিয়ে। একই সঙ্গে ডিজিটাল মাধ্যমেও ব্যবসার প্রচার করা যায়। হোলসেল মার্কেট থেকে শুরু করে এলাকার দোকান সবকিছুতেই নিজের তৈরি করা পণ্য সরবরাহ করতে থাকুন। এই ভাবেই চাহিদা বৃদ্ধি পায়।
মুনাফা লাভের পরিমাণ
সারাদিনে যদি ২৫০ টি মোমবাতি তৈরি করা যায় তাহলে গড়ে ৬০০ টাকা লাভ করা সম্ভব। তবে অবশ্যই বাজার ভেদে এবং সময়ের পার্থক্যে এর দাম ওঠা-পড়া করতে পারে। সে ক্ষেত্রে আপনাকেও বাজার দর বুঝে তারপরেই মোমবাতি বিক্রি করতে হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম