Somvati Amavasya 2023: ফিরবে ভাগ্য, দূর হবে আর্থিক অনটন! সোমবতী অমাবস্যায় ভুলেও এই কাজ করবেন না

।। প্রথম কলকাতা ।।

Somvati Amavasya 2023: ২০২৩-এ মহা শিবরাত্রির(Shivratri) পরেই রয়েছে সোমবতী অমাবস্যার(Somvati Amavasya) পুণ্য তিথি। হিন্দু ধর্মে অমাবস্যাকে একটি বিশেষ তিথি হিসেবে বিবেচনা করা হয়। অমাবস্যা তিথি যদি সোমবার(Monday) পড়ে তাহলে তাকে বলা হয় সোমবতী অমাবস্যা(Somvati Amavasya)। এই দিন পবিত্র নদীতে স্নান করা এবং অভাবীকে দান করার বিশেষ তাৎপর্য রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এর ফলে সংসারের আর্থিক অনটন দূর হয়। প্রতি মাসে সোমবতী অমাবস্যা আসে না। বছরে হয়ত মাত্র দুই থেকে তিনবার সোমবতী অমাবস্যা পড়ে। তাই এই বিশেষ তিথিকে অত্যন্ত শুভ বলে মনে হয়। এই শুভ যোগে বিভিন্ন তীর্থস্থানে মেলার আয়োজন করা হয়ে থাকে।

২০২৩ এর প্রথমবার সোমবতী অমাবস্যা পড়েছে ২০ ফেব্রুয়ারি, সোমবার। পঞ্চাঙ্গ অনুসারে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি ১৯শে ফেব্রুয়ারি রবিবার বিকেল ৪টে ১৮ মিনিট থেকে ২০ ফেব্রুয়ারি সোমবার দুপুর ১২টা ৩৫ মিনিট পর্যন্ত থাকবে। অমাবস্যা তিথি মানা হবে ২০ ফেব্রুয়ারি, সোমবার। কারণ এই দিন অমাবস্যা তিথির সূর্যোদয় হবে। পাশাপাশি গঠিত হবে বেশ কয়েকটি শুভ যোগ। পঞ্চাঙ্গ অনুযায়ী, সোমবার ধনীষ্ঠা নক্ষত্র যোগ থাকবে সকাল ১১ টা ৪৬ মিনিট পর্যন্ত। তারপর রাতে শেষ পর্যন্ত থাকবে শতাব্দী নক্ষত্র যোগ। ওই একই দিনে তৈরি হবে অমৃত নামের দুটি শুভ যোগ। যার কারণে ২০২৩ এর সোমবতী অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন সুফল পেতে আপনি কয়েকটি কাজ অবশ্যই করতে পারেন। এর নেপথ্যে বৈজ্ঞানিক কোনো যুক্তি নেই। মূলত প্রচলিত বিশ্বাস এবং ধ্যান ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা সমাজের বহু মানুষ মনে প্রাণে মেনে চলেন।

(১)সোমবতী অমাবস্যার দিন চেষ্টা করবেন কোনো পবিত্র নদীতে স্নান করার। যদি বাড়ির কাছে কোথাও নদী না থাকে, তাহলে আপনার বাড়িতে পবিত্র নদীর জলের সঙ্গে স্নানের জল মিশিয়ে নিতে পারেন।

(২)অমাবস্যার দিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে স্নান সেরে শুদ্ধ অবস্থায় সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন। মনে করা হয়, এই ছোট্ট কাজের মাধ্যমে ব্যক্তিজীবনের সমস্ত গ্রহের দোষ দূর হয়।

(৩)এই অমাবস্যায় গরুকে সবুজ ঘাস খাওয়ানো, ময়দার বল বানিয়ে মাছের জন্য নদী বা পুকুরে রাখা অত্যন্ত শুভ কাজ। কথিত আছে, এই কাজের ফলে ব্যক্তি জীবনে সর্বদা সুখ শান্তি বজায় থাকে।

(৪)অমাবস্যা হলো পূর্বপুরুষদের তিথি। এই দিন পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ, শ্রাদ্ধ এবং পিন্ডদান করতে পারেন।

(৫)কথিত আছে, কোন ব্যক্তি যদি সোমবতী অমাবস্যায় দান করেন তাহলে তার ফল বহু গুণে বৃদ্ধি পায়। এই দিন অভাবী ব্যক্তিদের শস্য ও খাদ্য বস্ত্র ইত্যাদি দান করতে পারেন।

(৬)সোমবতী অমাবস্যায় কাউকে কোনো কটু কথা কিংবা কারো সাথে খারাপ ব্যবহার করবেন না। এই দিন মনের মধ্যে কোন বিদ্বেষ ভাব রাখা উচিত নয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version