Salim Durani: প্রয়াত ভারতের প্রাক্তন অলরাউন্ডার সেলিম দুরানি, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

।। প্রথম কলকাতা ।।

 

Salim Durani: ভারতীয় ক্রিকেটে ইন্দ্রপতন। ৮৮ বছরে প্রয়াত হলেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার সেলিম দুরানি (Salim Durani)। এদিন গুজরাটের জামনগরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার। সেলিম দুরানি একজন বাঁ-হাতি ব্যাটার এবং বাঁহাতি স্পিনার বোলার ছিলেন। ২৯ টেস্টে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। ব্যাট হাতে ১,২০২ রান সহ বল হাতে ৭৫ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে ৭টি অর্ধশতক এবং একটি সেঞ্চুরি করেছিলেন।

 

১৯৬১-৬২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সিরিজ জয়ে কলকাতা এবং চেন্নাইতে যথাক্রমে ৮ এবং ১০ উইকেট নিয়ে তিনি তার অসাধারণ পারফরম্যান্সের জন্য নজর কেড়েছিলেন। ব্যাটিংয়ের আক্রমনাত্মক শৈলীর জন্য পরিচিত ছিলেন। তিনি ১৩ বছর ধরে ভারতের হয়ে ২৯টি টেস্ট খেলেন। ১৯৬০ সালে ভারতীয় দলে অভিষেক হয় দুরানির। ১৯৭৩ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে শেষ টেস্ট খেলেন তিনি।

 

ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্র, রাজস্থান এবং গুজরাটের হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন দুরানি। দুরানি ১৭০টি প্রথমশ্রেণীর ম্যাচে ৮,৫৪৫ রান করেছিলেন। যার মধ্যে ৪৫টি অর্ধশতক এবং ১৪টি সেঞ্চুরি করেছিলেন। দুরানি একজন দক্ষ ফিল্ডারও ছিলেন। ১৪৪টি ক্যাচ নিয়েছিলেন তিনি। এছাড়াও দুটি ১০ উইকেট নিয়ে ৪৮৪ উইকেট নিয়েছেন ঘরোয়া ক্রিকেটে।

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) টুইটারে দুরানিকে ক্রিকেটের কিংবদন্তি এবং নিজের মধ্যে একটি প্রতিষ্ঠান বলে অভিহিত করেছেন। টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, “সেলিম দুরানিজি একজন ক্রিকেট কিংবদন্তি ছিলেন, নিজের মধ্যে একটি প্রতিষ্ঠান। ক্রিকেট বিশ্বে ভারতের উত্থানে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। মাঠে ও মাঠের বাইরে তিনি তাঁর স্টাইলের জন্য পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে ব্যথিত। তার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা রইল। তাঁর আত্মা শান্তিতে বিশ্রাম নিক।”

 

তিনি আর একটি টুইটে বলেন, “গুজরাটের সঙ্গে সেলিম দুরানি জি-র খুব পুরনো ও দৃঢ় সম্পর্ক ছিল। তিনি কয়েক বছর সৌরাষ্ট্র ও গুজরাটের হয়ে খেলেছেন। গুজরাটকেও নিজের বাড়ি বানিয়েছিলেন। আমি তাঁর সঙ্গে যোগাযোগ করার সুযোগ পেয়েছি এবং তার বহুমুখী ব্যক্তিত্ব দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছি। তিনি নিশ্চয় মিস করবেন।”

Exit mobile version