।। প্রথম কলকাতা ।।
Riots in Belgium: কাতার বিশ্বকাপের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে মরক্কোর জয়ের পর রবিবার উত্তপ্ত হয়ে ওঠে ব্রাসেলস। বিশ্বকাপে মরক্কোর কাছে বেলজিয়াম ২-০ গোলে হেরে যাওয়ার পর দেশটির রাজধানী ব্রাসেলসে রীতিমতো দাঙ্গা বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে হয়েছে প্রশাসনকে। বিক্ষুব্ধ ফুটবল ভক্তরা ব্রাসেলসের সিটি সেন্টারের কাছে রাস্তায় আগুন ধরিয়ে দিয়েছিল।
একটি গাড়ি এবং কিছু বৈদ্যুতিক স্কুটারে আগুন দিয়ে দাঙ্গা শুরু হওয়ার পর বেলজিয়ামের পুলিশ প্রায় এক ডজন লোককে আটক করেছে এবং এ কজনকে গ্রেপ্তার করেছে। বেলজিয়ামের রাজধানী জুড়ে বেশ কয়েকটি জায়গায় দাঙ্গা সংঘটিত হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে। এমনকি বিক্ষুব্ধ ফুটবল ভক্তরা পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হামলাকারীদের কয়েকজনের গায়ে মরক্কোর পতাকা জড়ানো ছিল। পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে ওড়ানো হয় নজরদারি হেলিকপ্টার ।
যদিও সন্ধ্যা ৭টার দিকে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সংশ্লিষ্ট সেক্টরগুলিতে প্রতিরোধমূলক টহল চলছে। এমনটা জানিয়েছেন পুলিশের মুখপাত্র ইলস ভ্যান ডি কিরে। পুলিশের তথ্য অনুযায়ী, দাঙ্গাকারীরা পাইরোটেকনিক সামগ্রী, প্রজেক্টাইল, লাঠি ব্যবহার করে এবং পাবলিক হাইওয়েতে আগুন লাগিয়ে দেয়। এছাড়াও একজন সাংবাদিক আতশবাজির কারণে আহত হয়েছেন। কিছু কিছু এলাকায় যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। বহু জায়গায় ইঁট ছুঁড়ে গাড়ি ভাঙচুর করা হয়। লাঠি হাতে রাস্তায় নেমে আসেন অনেকেই। তবে এই ঘটনায় ঠিক কত জনকে আটক করা হয়েছে সেই নির্দিষ্ট সংখ্যা এখনো পর্যন্ত জানা যায়নি। ফুটবল ঘিরে এই বিশৃঙ্খলার খবর শুধুমাত্র ব্রাসেলসে নয়, নেদারল্যান্ডসের আমস্টারডাম এবং হেগ শহরেও দেখা গিয়েছে। অপরদিকে একেবারে উল্টো চরিত্র দেখা গেল মরক্কোয়। দেশটির মানুষ রাস্তায় স্বতঃস্ফূর্তভাবে ম্যাচের জয় উদযাপন করছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম