Bengali New Year: পয়লা বৈশাখে মেনে চলুন এই নিয়মগুলি, সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন

।। প্রথম কলকাতা ।।

Bengali New Year: আগামীকাল পয়লা বৈশাখ। চৈত্রের অবসানে বৈশাখের শুরুতে গোটা বাংলা জুড়ে এই উৎসবে মেতে উঠবে বাঙালি। আর নতুন বছরের সূচনা মানেই এলাহি ব্যপার। মন্দিরে মন্দিরে পুজো, হালখাতা, একে অপরের বাড়ি যাওয়া, এমনকি জমিয়ে খাওয়া-দাওয়ার আয়োজন। সারা বছর যাতে সকলের ভালো কাটে এই কামনাই থাকেন সকলে।

নতুন বছরের শুরু থেকেই জীবনে যাতে সকলের সুখ-সমৃদ্ধি আসে এই প্রত্যাশা সকলের মনেই থাকে। কিন্তু অনেক চেষ্টার পরেও কিছু সময় মেলে না শুভ ফল। বাস্তু শাস্ত্রে এমন কিছু উপায় বলা হয়েছে, যা এই বাংলা নববর্ষে মেনে চললে নানা সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

কীভাবে গণেশ পুজো করে সংসারে সুখ সমৃদ্ধি ফিরিয়ে আনতে পারবেন?

১. গণেশ মুর্তি স্থাপন করুন সঠিক উপায়ে। প্রাণ প্রতিষ্ঠা করুন করতে হবে সঠিক মন্ত্র উচ্চারণ করে । এই মন্ত্র পাওয়া যায় যে কোনও পঞ্জিকাতেই । এই মন্ত্র আপনি পুরোহিত ছাড়াই পাঠ করতে পারবেন।

২. ধূপ জ্বালিয়ে আরতি করে গণেশ বন্দনা করুন। চেষ্টা করবেন ধুনোর ধুপ ব্যবহার করতে।

৩. মূর্তিতে লাল চন্দনের টিকা দিয়ে, নারকেল ফাটালে বাড়ির দূর হয় অশুভ শক্তি।

৪. লাড্ডু, মোদক, ভোগ নৈবেদ্য নিজের সাধ্য মত দিয়ে করুন গণেশ পুজো।

বাস্তু টিপস

১. ঋণের বোঝা থেকে মুক্তি পেতে গেলে প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে রান্নাঘরে বালতি ভরে রাখুন।

২.বাড়ির উন্নতির জন্য সূর্যাস্তের সময়ে কেউ দুধ, দই বা পেঁয়াজ চাইতে এলেও দেবেন না।

৩. বাড়ির প্রবেশদ্বারের পাশে কখনও ডাস্টবিন রাখতে নেই,বাস্তু শাস্ত্র অনুযায়ী । কারণ প্রতিবেশিদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয় এবং শত্রুতা বৃদ্ধি পায় এর ফলে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version