মা দুর্গার আশীর্বাদ পেতে অষ্টমীর দিন অবশ্যই এই নিয়মগুলো মেনে চলুন

।। প্রথম কলকাতা ।।

মা দুর্গার আশীর্বাদ পেতে চান? তবে অবশ্যই অষ্টমী দিন বেশ কিছু রীতি মেনে চলুন। আর জেনে নিন, কোন কাজ গুলি একদমই করা উচিত নয়।এতে দেবী দুর্গা রুষ্ট হবেন! বিপদ বাড়বে আপনার! পুরাণ অনুযায়ী, মহাষ্টমীতেই দেবী দুর্গাকে নানা ধরনের অস্ত্র, পদ্মের মালা, রত্নহার দিয়ে সাজিয়ে তুলেছিলেন দেবতারা। কারণ, পুরাণের মতে ভাদ্র মাসের কৃষ্ণানবমী তিথিতে দেবতাদের তেজ পুঞ্জীভূত হতে শুরু করে। আর, সেই পুঞ্জীভূত তেজ আশ্বিনের সপ্তমী তিথিতে বিশেষ রূপ ধারণ করে। সেই তেজের সাহায্যেই অষ্টমী তিথিতে দেবী মহিষাসুরমর্দিনীকে সাজিয়ে তুলেছিলেন দেবতারা।

আমাদের কাছে অষ্টমীর সকাল মানেই নতুন জামাকাপড় পড়ে পূজা মণ্ডপে গিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া। শুভ ফল লাভের জন্য অত্যন্ত উপযুক্ত এই তিথি। যারা নিয়ম মেনে পুজোর সমস্ত কাজ করেন তাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হয়। জীবনে উন্নতি লাভের জন্য এবং জীবন থেকে সমস্ত বাঁধা বিপত্তি দূর করার জন্য এই দিন বেশ কিছু নিয়ম মেনে চললে সারা বছর তার শুভ ফল পাওয়া যায়। এই

দিনটিতে তিল, শস্য এবং জল দান করুণ। অত্যন্ত শুভ কাজ এটি। সোনা, রূপো অনুদানের চেয়ে গুরুত্বপূর্ণ।অষ্টমী তিথিতে কুমারী পুজোর পর, ৯ জন কন্যাকে খাবার খাওয়ানোর পর, লাল রঙের জিনিস যদি উপহার দেওয়া হয় তাহলে সারা বছর আপনার উপর মা দুর্গার আশীর্বাদ থাকবে।

অষ্টমী তিথিতে কোনও সধবা স্ত্রীকে লাল রংয়ের শাড়ি উপহার যদি দেওয়া হয় তাহলে পরিবারে সুখ সমৃদ্ধির আগমন ঘটে। এর পাশাপাশি অর্থ সংকট দূর হয়, দেবী দুর্গা প্রসন্ন থাকে।

শাস্ত্র মতে অষ্টমী তিথিতে তুলসী গাছের সামনে নয় খানা প্রদীপ জ্বালানো উচিত, তারপর তুলসীকে পরিক্রমা করুন, এর ফলে সমস্ত রোগ দুঃখ কষ্ট দূর হয়।

আর যেগুলি করা একদমই উচিত নয় সেটাও জেনে নিন

অষ্টমীর দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা শুভ। ভুল করেও এই দিন বেশিক্ষণ ঘুমাবেন না। উপোস না রাখলেও উঠে স্নান করে পরিষ্কার হয়ে নিন।

বিষ্ণু পুরাণ অনুসারে, অষ্টমীতে পূজার পরে দিনের বেলা ঘুমানো এদমই উচিত নয়।

অষ্টমীতে আন্তরিক চিত্তে মা দুর্গার পূজা করুন। মন্ত্র বা সপ্তশতী পাঠ করার সময় কারও সঙ্গে কথা বলবেন না, অঞ্জলি দিন একাগ্রতার সঙ্গে। এতে পূজার পূর্ণ ফল পাওয়া যায়। দেবীপক্ষে উপবাস করে অষ্টমি তিথি শেষ করে নবমী তিথিতে কুমারী পুজো করলে দীর্ঘায়ু লাভ হয়।

বিশ্বাস করা হয়, দুর্গাপুজোয় তুলসী তলা অন্ধকার রাখা উচিত নয়। অষ্টমীর দিন তুলসীর কাছে নয়টি প্রদীপ জ্বালিয়ে প্রদক্ষিণ করতে হবে। এতে পরিবারে সুখ ও সমৃদ্ধি আসে।

অষ্টমীতে নীল বা কালো পোশাক পরা এড়িয়ে চলুন। এই দিনে হলুদ বা লাল রঙের পোশাক পরা শুভ বলে মনে করা হয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version