NATO: মঙ্গলবার ৩১তম সদস্য হিসেবে ন্যাটোতে যোগ দিতে চলেছে ফিনল্যান্ড

।। প্রথম কলকাতা ।।

NATO: মঙ্গলবার ন্যাটোতে (North Atlantic Treaty Organization) যোগ দেবে ফিনল্যান্ড (Finland)। সোমবার ন্যাটো (NATO) প্রধান জেনস স্টলটেনবার্গ বলেছেন, এটি একটি পদক্ষেপ যা ফিনল্যান্ডকে নিরাপদ এবং জোটকে শক্তিশালী করবে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ৩১তম সদস্য হিসেবে যোগ দিতে যাচ্ছে ফিনল্যান্ড।

জেনস স্টলটেনবার্গ ব্রাসেলসে সাংবাদিকদের বলেন, “আমরা এখানে ন্যাটো সদর দফতরে প্রথমবারের মতো ফিনিশ পতাকা উত্তোলন করব। এটি ফিনল্যান্ডের নিরাপত্তা এবং সামগ্রিকভাবে ন্যাটোর জন্য একটি ভাল দিন হবে।” তিনি আরও বলেন, “এর ফলে সুইডেনও নিরাপদ হবে।” ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য একটি বড় ধরনের কৌশলগত আঘাত বলেই মনে করছেন অনেকে। ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার ১,৩৪০ কিমি দীর্ঘ সীমান্ত রয়েছে। এছাড়াও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের ফলে রাশিয়ার বাল্টিক সাগরে প্রবেশের পথ আরও ঝুঁকির মধ্যে পড়বে।

পশ্চিমা দেশগুলির জোটকে দুর্বল করতে এবং ইউক্রেনের ন্যাটোর সদস্যপদ আটকাতে গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালায় রাশিয়া। যা এখনও চলছে। গত মে মাসে ফিনল্যান্ড এবং প্রতিবেশী দেশ সুইডেন আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দেওয়ার জন্য আবেদন করে। নিয়মানুযায়ী ন্যাটোর সদস্যপদ পেতে হলে জোটের সমস্ত সদস্য দেশগুলির অনুমোদনের প্রয়োজন হয়। তুরস্ক ও হাঙ্গেরির বাধার কারণে ন্যাটোর সদস্যপদ পায়নি ফিনল্যান্ড। গত বৃহস্পতিবার তুরস্ক ফিনল্যান্ডের ওপর থেকে বাধা তুলে নেয়। এবং হাঙ্গেরিও তাদের বাধা তুলে নেয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version