New Covid Variant: ফের খোঁজ মিলল করোনা নতুন ভ্যারিয়েন্টের! এটি কতটা মারাত্মক? কীভাবে সাবধানে থাকবেন

।। প্রথম কলকাতা ।।

New Covid Variant: করোনা ভাইরাসকে (Covid Virus) যেন কোন মতেই দমানো যাচ্ছে না। একটার পর একটা ভ্যারিয়েন্ট (Variant) নিয়ে হাজির হচ্ছে। সম্প্রতি ইসরায়ালে (Israel) পাওয়া গিয়েছে করোনার (Corona) নয়া ভ্যারিয়েন্টের খোঁজ। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ওমিক্রন ভ্যারিয়েন্টের দুটি উপ ভ্যারিয়েন্ট বি.এ ১ (B.A1) ও বি.এ ২ (B.A2) নিয়ে গঠিত।

সম্প্রতি বেন গুরিয়ন বিমানবন্দরে এসেছিলেন দুই যাত্রী, সেখানেই তাদের আরটিপিসিআর পরীক্ষা (RT-PCR Test) করা হয়, আর সেখান থেকেই জানা গিয়েছে তারা এই ভাইরাসে সংক্রমিত। এটিকে ওমিক্রনের (Omicron) একটি রূপ বলে ধরা হচ্ছে।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রকে তরফ থেকে জানানো হয়, এই ভাইরাসের খোঁজ ইসরায়াল ছাড়া বিশ্বের অন্য কোথাও পাওয়া যায়নি। এই ভাইরাসে সংক্রমিত ব্যক্তিদের জ্বর, মাথাব্যথা এবং পেশীতে ব্যথার মতন হালকা উপসর্গের দেখা মিলেছে। এর জন্য বিশেষ কোনো চিকিৎসা বা হাসপাতালে (Hospital) ভর্তি হওয়ার প্রয়োজন নেই।

ইসরায়েলের জনসাস্থ্যের প্রধান ডঃ শ্যারন অ্যালরয় প্রিস জানান, করোনার এই নতুন ভ্যারিয়েন্ট কোন উদ্বেগের বিষয় নয়। ইসরায়েলের ৯.২ মিলিয়নের বেশি মানুষ বসবাস করেন, ইতিমধ্যে সেখানে চার মিলিয়নের বেশি মানুষ করোনা ভ্যাকসিনের তিনটি ডোজ নিয়ে নিয়েছেন, তবে সেখানে ১.৪ মিলিয়ন মানুষ আগে করোনা সংক্রমিত হয়েছিলেন, তার মধ্যে প্রায় ৮ হাজার ২৪৪ জনের মৃত্যু হয়েছে।

গত মাসেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ঘোষণা করেছিলেন কোভিড ভ্যাকসিন বা টিকা না নেওয়া ব্যক্তিরাও ইসরায়েলের প্রবেশের অনুমতি পাবেন। কারণ করোনার নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে, এখন করোনা আক্রান্ত সংখ্যাও অনেক কম। ২০২০ সালে ডিসেম্বর মাসে টিকাকরণের কাজ শুরু হয়। ২০২১ সালে ওমিক্রন আক্রান্তের সংখ্যা আবারও বেড়ে গেলে দেশটিতে লকডাউন জারি করা হয়। কিছুদিন আগে এখানকার সরকার ঘোষণা করে চিকিৎসক স্বাস্থ্যকর্মীর সঙ্গে ৬০ বছর বা তার ঊর্ধ্বে ব্যক্তিদের করোনার চতুর্থ ভ্যাকসিন দেওয়া হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version