Amloki Ekadashi 2023: মৃত্যু ভয় দূর হবে আমলকী একাদশীতে, প্রচুর অর্থ লাভের সুযোগ ! কী করবেন?

।। প্রথম কলকাতা ।।

Amloki Ekadashi 2023: আর কয়েকটা দিন পরেই হোলি (Holi) ,আর তার আগাম সংবাদ দেয় আমলকী একাদশী (Amloki Ekadashi)। ফাল্গুন শুক্লপক্ষের একাদশী তিথিটি আমলকী একাদশী নামে পরিচিত। এই একাদশীকে রঙ্গবারী একাদশীও বলা হয়। এই একাদশী হোলির কয়েকদিন আগে যে উৎসাহ ও উদ্দীপনা আসে তার প্রতীক। বিশ্বাস করা হয়, এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনার পাশাপাশি আমলকী গাছের পুজো করলে মোক্ষ লাভ হয় এবং মৃত্যু ভয় দূর হয়। পাশাপাশি প্রচুর অর্থ লাভের সুযোগ থাকে। আমলকী পুজোর কারণে এই একাদশী আমলকী একাদশী নামেও পরিচিত। এবার আমলকী একাদশী ৩ মার্চ পড়েছে। চট করে জেনে নিন আমলকী একাদশীর পুজো পদ্ধতি।

আমলা একাদশীর পুজো পদ্ধতি

কিংবদন্তি অনুযায়ী, ভগবান বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার জন্ম হয়েছিল। একবার ব্রহ্মা পরমব্রহ্মকে জানার জন্য তপস্যা শুরু করলেন। তাঁর ভক্তিমূলক তপস্যায় খুশি হয়ে ভগবান বিষ্ণু আবির্ভূত হন। নারায়ণকে দেখে ব্রহ্মার চোখ থেকে অশ্রুর স্রোত বেরিয়ে আসে। নারায়ণের পায়ে তাঁর চোখের জল পড়ে। কথিত আছে, বিষ্ণুর পায়ে পড়ে সেই অশ্রু গোলপাতা গাছে পরিণত হয়। এরপর শ্রী হরি বলেন, আজ থেকে এই গাছ এবং এর ফল তাঁর খুব প্রিয় হবে। কোনো ভক্ত আমলকী একাদশীতে এই গাছটিকে যথাযথভাবে পুজো করলে আসলে তিনি বিষ্ণুর পুজো করবেন। তার সমস্ত পাপ কেটে যাবে এবং সেই ব্যক্তি মুক্তির দিকে অগ্রসর হবেন।

আমলকী একাদশীর শুভ সময়

পঞ্চাং অনুসারে, আমলকী একাদশী ২ মার্চ সকাল ৬.৩৯ মিনিটে শুরু হয়েছে এবং পরের দিন ৩ মার্চ সকাল ৯.১২ মিনিটে শেষ হয়েছে। কিন্তু উদয়া তিথি অনুসারে এই উপবাস ৩ই মার্চ পালন করা হবে। আপনি এই দিন আমলকী একাদশীর সমস্ত নিয়ম পালন করতে পারবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version