Qatar World cup: কাতারে ছড়াচ্ছে ব্যাপক মহামারীর আশঙ্কা! করোনা নয় এ ক্যামেল ফ্লু

।। প্রথম কলকাতা ।।

Qatar World cup: কাতার বিশ্বকাপের মধ্যেই মহামারী ছড়িয়ে পড়ার আশঙ্কা৷ নতুন এ ভাইরাস থেকে সাবধান থাকতে বলছে হু৷ কী কী প্রিকশন নিতে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা? করোনার থেকেও কি ঘাতক নাকি ক্যামেল ফ্লু! এ রোগে মৃত্যুর হারই বেশি বাড়িয়ে দিচ্ছে উদ্বেগ৷ সব তো ঠিকঠাকই চলছিল৷ করোনাকে হারিয়ে ওয়ার্ল্ড কাপে মজেছিল গোটা বিশ্ব কিন্তু না টেনশন করার মতো কারণ এখন রয়েছে৷ একটা দেশ ১ মিলিয়নেরও বেশি মানুষ৷ সবথেকে বেশি রিস্ক আসলে এখানেই৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা করছে একবার এ রোগ ছড়াতে থাকলে একে আর কন্ট্রোলে আনা যাবে না৷ ক্যামেল ফ্লু৷ সংবাদমাধ্যম মিন্টের রিপোর্ট অনুযায়ী, মূলত উটের শরীর থেকেই ছড়ায় এই ‘ক্যামেল ফ্লু’৷ প্রশ্ন হল এই অসুখের জেরে বিশ্বকাপের ওপর কোনো প্রভাব পড়বে না তো? ঠিক কি কি উপসর্গ দেখা যাচ্ছে এই রোগে? বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাস কিংবা মাঙ্কি পক্সের মতো৷ ভয়াবহ ধরনের সংক্রামক এবং প্রাণঘাতী হয়ে উঠতে পারে এই অসুখ৷ একে মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোমও বলা হয়, উপসর্গ খুব বিশেষ কিছু নয় কিন্তু একবার ধরে গেলে বাঁচানো মুশকিল৷ এই অসুখ হলে প্রথম ও প্রধান লক্ষণই হল জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট৷ আর যদি অবস্থা বেশি বাড়াবাড়ি হয়ে যায়৷ তাহলে ডায়ারিয়া এবং গ্যাস্ট্রিকের মতো সমস্যাও দেখা দিতে পারে৷

তবে বিশেষজ্ঞরা বলছেন, যেটা এমূহুর্তে উদ্বেগ সবথেকে বেশি বাড়িয়ে তুলছে সেটা হল এই রোগে মৃত্যুর হার৷ ২০১২ সালে প্রথম সৌদি আরবে দেখা যায় ক্যামেল ফ্লু, মিন্টের রিপোর্ট অনুযায়ী, এই রোগের মৃত্যুর হার এখনও অবধি ৩৫ শতাংশ৷ প্রশ্ন উঠছে কাতার প্রশাসন কি কোনওরকম প্রিকশন নিয়েছে এই রোগে আটকানোর? কাতারে এবার হিতে বিপরীত হয়ে যাবে না তো? এখন থেকেই এ নিয়ে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে হু৷ কারণ প্রায় ১২ লক্ষ মানুষ এই মুহূর্তে রয়েছেন সেই দেশে একবার জ্বর ছড়িয়ে পড়লে তা হু হু করে বাড়তে থাকবে বলেই আশঙ্কা। তারপর বিশ্বকাপ শেষ হলে তারা ফিরে যাবেন নিজেদের দেশে৷ এ তো একাকার কাণ্ড হয়ে যাবে, আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা৷ সংক্রমিত প্রাণী বা ব্যক্তির সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ফ্লু৷ তাই ২০২২ বিশ্বকাপের জন্যে যাঁরা কাতারে রয়েছেন, তাঁরা যেন কোনও উটের কাছে না যান, সেই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে কাতার প্রশাসনকে কোনও বিশেষ পদক্ষেপ করতে দেখা যায়নি এখনও৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version