Saudi Bus Accident: সৌদিতে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ২০ এবং আহত কমপক্ষে ২৯ জন

।। প্রথম কলকাতা ।।

Saudi Bus Accident: সোমবার সোমবার সৌদি আরবের আসির শহরের কাছে ঘটল ভয়াবহ বাস দুর্ঘটনা (Bus Accident)। উমরাহ তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস একটি সেতুতে গিয়ে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় আগুনে পুড়ে অন্তত ২০ জন নিহত এবং ২৯ জনেরও বেশি আহত হয়েছে। এমনটাই জানিয়েছে সৌদি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গালফ নিউজ। সোমবার বিকাল ৪টার দিকে আসির প্রদেশের আকাবত শার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। জানা যায় বাসটি খামিস মুশায়েত থেকে ছেড়ে আভা অঞ্চলের দিকে যাচ্ছিল।

খবরে বলা হয়েছে, বাসে ব্রেক নিয়ে সমস্যার কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, বাসটি একটি সেতুর দেওয়ালে গিয়ে ধাক্কা মারে, তারপর উল্টে গিয়ে বাসটিতে আগুন ধরে যায়। আল এখবারিয়া টিভি জানিয়েছে, এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২০তে পৌঁছেছে এবং মোট আহতের সংখ্যা প্রায় ২৯ জন। টিভি চ্যানেলটি জানিয়েছেন যে নিহতরা বিভিন্ন দেশের নাগরিক কিন্তু তারা কোন দেশের নাগরিক তা উল্লেখ করা হয়নি। জানা গিয়েছে, বাসটিতে যাঁরা ছিলেন সকলেই রমজান মাসে উমরাহের জন্য মক্কা যাচ্ছিলেন। মক্কা যাওয়ার পথেই ঘটে ভয়ংকর এই দুর্ঘটনা।
ভয়াবহ এই দুর্ঘটনার পর বাস যাত্রীদের চেঁচামেচিতে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ প্রশাসনও। দুর্ঘটনার পর রেড ক্রিসেন্ট দলসহ জরুরী পরিষেবা সংস্থাগুলি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতের উদ্ধার করে। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বাসে থাকা আরও অনেক যাত্রীর অবস্থা খুবই সঙ্কটজনক। পুড়ে খাক হয়ে যায় বাসটি। উল্লেখ্য এর আগে ২০১৯ সালের অক্টোবরে সৌদি আরবের মদিনা শহরের কাছে এক সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছিলেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version