।। প্রথম কলকাতা ।।
Shakib Khan: বাংলাদেশের(Bangladesh) জনপ্রিয় নায়ক শাকিব খানের(Shakib Khan) বিরুদ্ধে উঠেছিল ধর্ষণের অভিযোগ। ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ ছবির শুটিংয়ে গিয়েছিলেন তিনি। ঢাকাই চলচ্চিত্রের নায়ক শাকিব খানের বিরুদ্ধে ছবির প্রযোজক সহ প্রযোজককে ধর্ষণের গুরুতর অভিযোগ আনেন। প্রযোজক রহমত উল্লাহ শাকিব খানের বিরুদ্ধে আরো একগুচ্ছ অভিযোগ তুলেছিলেন। এই সমস্ত অভিযোগ মিথ্যা দাবি করে, মামলার জন্য গতকাল রাত্রে শাকিব খান গুলশান থানায় গেলেও কোন লাভ হয়নি। পুলিশ চলচ্চিত্র নায়কের মামলার আবেদন নিল না। এক্ষেত্রে পুলিশ মামলাটি আদালতে দেওয়ার পরামর্শ দিয়েছে।
বাংলাদেশের সংবাদ মাধ্যম ‘প্রথম আলো’তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শাকিব খানের আইনজীবী খায়রুল হাসান জানিয়েছেন, যেহেতু এটি কগনিজিবেল অপরাধ ছিল, তিনি ইচ্ছা করলে মামলা নিতে পারতেন। থানায় এই ধরনের অভিযোগ নেওয়া হয়। আর যেগুলি নন কগনিজেবল সেগুলি আদালতে রুজু করতে হয়। তিনি আরো জানান, প্রত্যেক নাগরিকের থানায় সেবা পাওয়ার অধিকার রয়েছে। এক্ষেত্রে তার মক্কেল অর্থাৎ শাকিব খানেরও সেই অধিকার ছিল। সাধারণত মানুষ বিপদে পড়লে তবেই থানায় যান। আর সেই কারণেই তারা থানায় গিয়েছিলেন। কিন্তু থানার তরফ থেকে তাদের অভিযোগ গ্রহণ না করে উপরন্তু আদালতে গিয়ে মামলা করার কথা বলে।
শনিবার রাত সাড়ে এগারোটার দিকে শাকিব খান তার আইনজীবীকে নিয়ে গুলশান থানায় মামলা করতে গিয়েছিলেন। তিনি জানান, তার বিরুদ্ধে প্রযোজক যে ধরনের অভিযোগ এনেছেন তা পুরোপুরি মিথ্যে। তাই তিনি প্রযোজকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চান। শাকিব খানের আইনজীবির দাবি অনুযায়ী, অভিনেতা চাইছেন মিথ্যা অভিযোগের সুরাহা যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ যেন অন্যায় অভিযোগকারী দেশ ছেড়ে পালাতে না পারে। অপরদিকে থানা থেকে বেরিয়ে রাত বারোটার দিকে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রযোজক রহমত উল্লাহ সিনেমার ঘারে বন্দুক রেখে প্রচুর টাকার দাবী করছেন। তিনি রবিবার মামলা করতে আদালতে যাবেন। শাকিব খান জানান, যদি অস্ট্রেলিয়ায় তার বিরুদ্ধে কোন ধরনের মামলা হতো তাহলে তিনি বাংলাদেশে চলে আসতে পারতেন না। পাশাপাশি আরো জানান ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার আসল প্রযোজক ভারটেক্স মিডিয়ার জানে আলম, রহমত উল্লাহ নন। এই ঘটনায় জানে আলমেরও ইন্ধন রয়েছে বলে দাবি অভিনেতার। তার বিরুদ্ধে নাকি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তিনি এই ভুয়া প্রযোজকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবেন।