Sudip Roy Barman: পুরনো দলেই আস্থা, গেরুয়া শিবির ঘুরে কংগ্রেসের হয়ে লড়াই করবেন সুদীপ

।। প্রথম কলকাতা ।।

Sudip Roy Barman: ২০১৮ সালের পর ২০২৩ সালে আবারও ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের ঘন্টা বেজে গিয়েছে। ইতিমধ্যে ত্রিপুরার রাজনৈতিক দল গুলি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেই মতো বিভিন্ন কেন্দ্রে প্রার্থী দিয়েছে রাজনৈতিক দলগুলি। কংগ্রেসের প্রার্থী তালিকা অনুযায়ী আগরতলা কেন্দ্র থেকে এবার কংগ্রেসের হয়ে লড়বেন সুদীপ রায় বর্মন (Sudip Roy Barman)। এই প্রার্থী বর্তমানে কংগ্রেসে থাকলেও এক সময় গেরুয়া শিবিরের দিকে পা বাড়িয়ে ছিলেন । তবে পদ্ম শিবিরে খুব বেশি দিন স্থায়িত্ব ছিল না তাঁর। তাই কংগ্রেসেই ভরসা ফিরে পান সুদীপ।

ত্রিপুরা বিধানসভা নির্বাচন ২০২৩ এর আগরতলার কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন। চলুন জানা যাক তাঁর সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য। তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ১৯৯৮ সাল থেকে কংগ্রেসের (Congress) টিকিটের ব্যাপক ব্যবধানে পরপর চারটি নির্বাচনে জয়লাভ করেন। ত্রিপুরা বিধানসভার (Tripura Legislative Assembly) বিধায়ক হিসেবেও আগরতলা আসন থেকে দায়িত্ব পালন করেছিলেন তিনি। কিন্তু ২০১৮ সালে তিনি বিজেপির টিকিটে আগরতলা (Aagartala) বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। আর সেই কেন্দ্র থেকে জয় লাভও করেন। কিন্তু ২০২২ সালেই সিদ্ধান্তে বদল আনেন তিনি।

২০২২ সালের ৭ ফেব্রুয়ারি বিজেপি ত্যাগ করার সিদ্ধান্ত নেন সুদীপ রায় বর্মন। তাঁর সঙ্গে অবশ্য বিজেপি ত্যাগ করেছিলেন কংগ্রেস থেকে যাওয়া আশিস কুমার সাহা। দুজনেই ৭ ফেব্রুয়ারি বিজেপি ত্যাগ করেন এবং তাদের বিধায়ক পদ ছেড়ে দেন। পরদিন অর্থাৎ ৮ ফেব্রুয়ারি দিল্লিতে গিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসে পুনরায় যোগদান করেন তাঁরা। বর্তমানে তাঁরা কংগ্রেসের প্রতীকেই বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। তিনি ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত ত্রিপুরার তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পিডাব্লিউডি, শিল্প বাণিজ্য, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ বিভাগের দায়িত্বে ছিলেন।

ভারতীয় জনতা পার্টি বা বিজেপি ছাড়াও ঘাসফুল শিবিরে বছরখানেকের জন্য পদার্পণ করেন তিনি। ২০১৬ থেকে শুরু করে ২০১৭ সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ছিলেন সুদীপ রায় বর্মন। ১৯৮৬ থেকে ২০১৬ পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসেবেই কাজ করেছেন তিনি। তবে ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ভারতীয় জনতা পার্টির সঙ্গে নাম জড়িয়ে যায় তাঁর ।২০২২ এ পুরনো দলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করার পর এখনও পর্যন্ত কংগ্রেসেই রয়েছেন তিনি। আর এবারের বিধানসভা নির্বাচনে নিজের পুরনো সংসদীয় এলাকা আগরতলা থেকেই লড়বেন সুদীপ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version