।। প্রথম কলকাতা ।।
Luna-25 crashes into moon: ভারতের আগে ছোটাই কাল হলো রাশিয়ার, নিট রেজাল্ট জিরো। ক্রাশ করে গেল রাশিয়ার লুনা-২৫। চাঁদের মাটিতেই খান খান হলো পুতিনের স্বপ্ন, ইতিহাস তৈরির লক্ষ্যে অবিচল ভারতের চন্দ্রযান-৩। ৫০ বছর পর ফের চাঁদ জয়ের স্বপ্ন শেষ, মুন মিশন আনসাক্সেসফুল। লুনা-২৫ ধ্বংসে কত কোটি ক্ষতি হলো রাশিয়ার? একেই বলে তীরে এসে তরী ডোবা। ভারতের চন্দ্রযান ৩ কে টেক্কা দিতে যাওয়াই কি বড় ভুল লুনা-২৫ এর? চাঁদের এক্কেবারে কাছাকাছি গিয়েও শেষ রক্ষা হল না! লুনা-২৫ চন্দ্রপৃষ্টে একেবারে আছড়ে পড়লো। আর এক ধাপ পেরোলেই চাঁদ ধরে ফেলত নিশ্চিত, কিন্তু তার আগেই ক্রাশ করে গেল।
চাঁদের কাছে পৌঁছে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল রাশিয়ার এই চন্দ্রযান। তারপর চাঁদের মাটিতে আছড়ে পড়ে, জানিয়েছে রাশিয়ার মহাকাশ সংস্থা রসকোমোস। যার জেরে ভারতের চন্দ্রযান ৩-র আগে চাঁদের মাটিতে লুনা-২৫ নামা ব্যর্থ হলো। মানে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছে চন্দ্রযান-৩, সেটা এখনও পুরোপুরি বাস্তব হওয়ার চান্স ১০০%। শুধু স্বপ্ন ভাঙ্গেনি, রাশিয়ার বড় ক্ষতির মুখে পড়ে গেল। পশ্চিমী সংবাদ মাধ্যমগুলো বলছে, যে ধরনের পাওয়ারফুল রকেট রাশিয়া ব্যবহার করেছে, কোটি কোটি টাকা খরচ না করলে তা তৈরি করা সম্ভব নয়। তাছাড়া রুশ ল্যান্ডার লুনা ২৫-এ ছিল একাধিক সোলার প্যানেল ও ক্যামেরা। চাঁদের বুকে গর্ত খুঁড়ে গবেষণা চালানোর কথা রয়েছে এই নভোযানের। ফলে মাটি খোঁড়ার ড্রিল মেশিন রাখা ছিল ল্যান্ডারে।
তাছাড়াও তাৎপর্যপূর্ণ বিষয় হলো চাঁদের বুকে এক মাস কাটানোর কথা লুনা ২৫-র। এই সময়ের মধ্যে ল্যান্ডারটির সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ রাখাতে বিভিন্ন ধরনের সুক্ষ্ম যন্ত্র সেখানে ব্যবহার করা হয়েছিল। এগুলির দাম আকাশছোঁয়া। সব মিলিয়ে এই মিশনের পিছনে ১৬ হাজার কোটির বেশি খরচ করেছিল মস্কো দাবি আমেরিকা ও ইউরোপের তাবড় সংবাদমাধ্যমগুলির। জানিয়ে রাখি, গত ১০ অগাস্ট ভস্টোচনি কসমোড্রোম স্পেস সেন্টার থেকে সয়ূজ ২.১বি রকেটের সফল উৎক্ষেপণ করে রুশ মহাকাশ গবেষণা সংস্থা Roscosmos। লুনা ২৫-কে চাঁদের কক্ষপথে পৌঁছে দিয়ে আসে অতিশক্তিশালী এই রকেট। এর পর মাত্র পাঁচ দিনের মধ্যে তা পৌঁছে যায় চাঁদের কক্ষপথে। সোম বা মঙ্গলবারের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে নামার কথা ছিল রুশ নভোযানের। তার ঠিক একদিন আগেই ঘটে গেল বিপত্তি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম