বিসিবি-র বিরুদ্ধে বিস্ফোরক! বোমা ফাটালেন ব্যারিস্টার সুমন

।। প্রথম কলকাতা ।।

চরম নাটকীয়তার পর বিশ্বকাপের দল ঘোষণা করে বাংলাদেশ। সেই দলে জায়গা হয়নি না বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবালের। জানানো হয়েছে, তিনি নাকি এখনও সম্পূর্ণ সুস্থ হতে পারেননি। তামিমের বাদ পড়া নিয়ে শুরু হয় বিতর্ক। সমালোচনার মুখে পড়তে হয় বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তামিম ইকবাল নিজে ফেসবুক ভিডিওতে জানান, বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার কারণ হিসেবে তার ইনজুরির যে বিষয়টা এর আগে মিডিয়াতে এসেছে তা ঠিক নয়। এই মন্তব্যের পরই তোলপাড় হয় বিশ্বক্রিকেট।

ইতিপূর্বে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তামিম ইকবাল। কিন্তু, তাঁকে বুঝিয়ে সেই অবসরের সিদ্ধান্ত ফেরানো হয়েছিল। ব্যাপারটিতে হস্তক্ষেপ করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গিয়েছিল, বিশ্বকাপ টুর্নামেন্টের কথা মাথায় রেখেই নাকি এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। সম্প্রতি পিঠের চোট সারিয়ে তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজও খেলেছিলেন। কিন্তু বিশ্বকাপের দলে জায়গা হয়নি তাঁর। তামিমকে না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পদ ছাড়েন দাদা নাফিস ইকবাল। বাংলাদেশের বহু প্রাক্তন তারকা তামিম ইস্যুতে সরব হয়েছিলেন। যা থেকে বাদ যাননি বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজাও।

আর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একহাতে নিলেন বাংলাদেশের আইনজীবী তথা সমাজসেবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সিন্ডিকেট তৈরি হয়েছে। এই সিন্ডিকেটের জন্য ফুটবল ধ্বংস হয়ে গেছে। এবার ক্রিকেটের জন্য অপেক্ষা করছি। তিনি আরও বলেন, ক্রিকেট অনেক উপরে চলে গেছে। যার কারণে এতো টাকা পয়সা চলে আসছে। সেই লোভ ছেড়ে কেউ যেতে চায় না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এমন কোন লোক নেই যে ৯০০ কোটি টাকা ছেড়ে চলে যাবে!

বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে দ্বন্দ্বে বোর্ডের ব্যার্থতাকেই দায়ী করেন তিনি। তামিম ইস্যু নিয়ে হতাশার সুর শোনা গেল ব্যারিস্টার সুমনের গলায়। বাংলাদেশ অধিনায়ক সাকিবের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, খেলার বাইরে সাকিবের নাম, দেশপ্রেম, কমিটমেন্ট এগুলোর কোন কিছুর ব্যাপারেই আর আশা করে লাভ নেই। বাংলাদেশের মানুষ মনে করে একটু ভালো খেলেছে। একটু বেয়াদবি করতেই পারে, অসুবিধা কী? এই রকম মানসিকতা আমাদের সবার মধ্যেই হয়ে গেছে, কিছু করার নেই। দেশের এই রকম পরিস্থিতিতে আমি একটা কথাই বলবো সাকিব তুমি ভালো খেলো। তামিমের বিদায়ের পর বাংলাদেশ দল সফল হলে সাকিবের ঘাড়েই যাবে। ব্যর্থ হলে তার দায়ও সাকিবকেই নিতে হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version