শত্রুর চোখে ধূলো দিতে এক্সপার্ট, কানই ভরসা তুরস্কের! যুক্তরাষ্ট্রকেও টেক্কা ? ২৭ এ কামাল দেখবে বিশ্ব

।। প্রথম কলকাতা ।।

নিজের ক্ষমতা জাহির করল তুরস্ক। এবার প্রতিপক্ষের রাতের ঘুম ছিনিয়ে নেবে তুরস্কের ‘কান’। কী আছে এই “কানে”? যুক্তরাষ্ট্রের এফ ১৬ এর দিন কি শেষ? শত্রুপক্ষের রাডারেও কানের গতিবিধি ট্র্যাক করা কঠিন। আকাশ কাঁপিয়ে দেখাবে সর্বোচ্চ পারফরম্যান্স। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার পর পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের মালিক তুরস্ক। কান নিয়ে আন্তর্জাতিক মহলে তুমুল হইচই। নেক্সট জেনারেশন ফাইটার জেট তৈরীর প্রতিযোগিতায় কামাল করছে আনাতোলিয়া উপদ্বীপ এবং এজিয়ান সাগর তীরের দেশ তুরস্ক। তুরস্কের তৈরি পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান ‘কান’। ন্যাশনাল কমব্যাট ষ এয়ারক্র্যাফ্ট নামেও যথেষ্ট পরিচিতি পেয়েছে টিএফ-এক্স ‘কান’ কিন্তু কান নিয়ে কেন এতো হইচই? এই যুদ্ধবিমানটিতে এমন কি আছে যা বাকিদের থেকে আলাদা?

এটি আকাশ থেকে আকাশে, আকাশ থেকে মাটিতে অপারেশন চালাতে পারবে। এতে পঞ্চম প্রজন্মের বৈশিষ্ট্য, স্টিল্থ ক্ষমতা অর্থাৎ নিজেকে লুকিয়ে গোপনে চলতে পারার সক্ষমতা এবং আধুনিক এভিয়োনিক্স প্রযুক্তি থাকছে। ডবল ইঞ্জিন, সব ধরনের আবহাওয়ায় উড়তে সক্ষম, লো-ভিজিবিলিটি, অসংখ্য ডেটা ফিউশন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নিজেই নিজের লক্ষ্য সনাক্ত করার ক্ষমতা সেন্সর ফিউশন সহ থাকছে আরো অনেক ফিচার্স। ঘন্টায় ২৪৭০ কিলোমিটার গতিতে উঠতে পারবে টিএফ এক্স কান। শব্দের চেয়েও দ্রুত ওড়ার জন্য অ্যাডভান্সড কার্বন কম্পোজিট ফিউসনের সুবিধা আছে। ফলে এটি আকাশে প্রথম সারির পারফর্মেন্স দেখাতে পারবে।

না এখানেই শেষ নয়। এতে উচ্চ সচেতনতা প্রযুক্তি, যুদ্ধক্ষেত্রে ক্ষয়ক্ষতি শনাক্তকরণ, অপটিমাইজড পাইলট ওয়ার্কলোড, নতুন প্রজন্মের মিশন সিস্টেম, নির্ভুলভাবে শত্রুঘাঁটিতে আঘাত হানার সক্ষমতা ও অস্ত্র মজুতের ব্যবস্থা রয়েছে। নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা উন্নত করতে ২০১৬ সালের ৫ই আগস্ট টি এফ এক্স প্রকল্প চালু করে তুরস্ক প্রথমে ২০২৬ অথবা ২০২৮ সালে যুদ্ধবিমানটি আকাশে ওড়ানোর পরিকল্পনা থাকলেও তুরস্ক প্রকল্পটি দ্রুত শেষ করে এনেছে। কবে ওড়ানো হবে? প্ল্যানিং কমপ্লিট। আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক ১৯১৯ সালের ২৭ ডিসেম্বর আঙ্কারায় আসেন। ঐতিহাসিক এই দিনটির সঙ্গে মিলিয়ে ২৭ ডিসেম্বর তুরস্কের নিজেদের তৈরি যুদ্ধবিমান আকাশে ওড়ানো হবে। বর্তমানে তুরস্কের বিমান বহরে জায়গা দখল করে রেখেছে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান। কিন্তু টি-এক্স তৈরি হয়ে সার্ভিসে জয়েন করলে তুর্কি বিমান বাহিনী থেকে বিদায় নেবে মার্কিন এফ সিক্সটিন যুদ্ধবিমান।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version