China: ফের বাড়ছে উত্তেজনা! তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়া চীনের

।। প্রথম কলকাতা ।।

 

China: তাইওয়ান (Taiwan) প্রণালীতে সামরিক মহড়া শুরু করল চীন (China)। ৪০টিরও বেশি বিমান সংবেদনশীল মধ্যরেখা অতিক্রম করেছে। শনিবার মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকারের সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ​​ইং-ওয়েনের (Tsai Ing-wen’s) বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছে বেজিং। সেই কারণে তাইওয়ান প্রণালীতে তিন দিনের সামরিক মহড়া শুরু করল চীন।

 

পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, যুদ্ধ প্রস্তুতির জন্য ‘ইউনাইটেড শার্প সোর্ড’ ৮ থেকে ১০ এপ্রিল পর্যন্ত চলবে। চীনের লস অ্যাঞ্জেলেসে স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্টের বৈঠকের নিন্দা করার পরে মহড়াটি ব্যাপকভাবে প্রত্যাশিত ছিল। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে তারা দ্বীপের চারপাশে ১৩টি চীনা বিমান এবং তিনটি যুদ্ধজাহাজ সনাক্ত করেছে।

 

রয়টার্স জানিয়েছে, চীন গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে তার নিজস্ব এলাকা হিসেবে দেখে এবং দ্বীপটিকে তার নিয়ন্ত্রণে আনতে শক্তি প্রয়োগ কখনোই ত্যাগ করেনি। তাইওয়ানের সরকার চীনের এই দাবির তীব্র আপত্তি জানিয়েছে।

 

চীন বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের হাউসের স্পিকার এবং দ্বীপের রাষ্ট্রপতির মধ্যে বৈঠকের পর তাইওয়ানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। এবং জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি “ভুল এবং বিপজ্জনক রাস্তায়” রয়েছে।

 

পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড বলেছে যে তারা তাইওয়ানের চারপাশে যুদ্ধ প্রস্তুতি টহল এবং “যৌথ তলোয়ার” অনুশীলন শুরু করেছে। তারা আগেই বলেছিল যে এটি তাদের তাইওয়ান প্রণালী এবং তাইওয়ানের উত্তর, দক্ষিণ এবং পূর্বে “পরিকল্পনা অনুসারে” ধরে রাখবে।

Exit mobile version