Sheikh Hasina: ফুটবল বিশ্বকাপে মজেছে সবাই, নেই বাংলাদেশ, কী প্রতিক্রিয়া হাসিনার?

।। প্রথম কলকাতা ।।

Sheikh Hasina: ফুটবলের মহারণ শুরু হয়ে গেছে কাতারে। বিশ্বকাপ জ্বরে কাবু গোটা বিশ্ব। প্রিয় দল ও প্রিয় তারকার সমর্থনে গলা ফাটাচ্ছেন সমর্থকরা। প্রিয় তারকাদের পায়ের জাদু দেখতে শীতের আমেজ গায়ে মেখে টিভির পর্দায় চোখ রাখছেন আট থেকে আশি সকলেই। এমনকি সুযোগ পেলেই খেলা দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা। কিন্তু এদিকে বিশ্বকাপ ফুটবলে জায়গা হয়নি বাংলাদেশেরই। যা হাসিনার কাছে মেনে নেওয়া অত্যন্ত কষ্টের। যদিও তিনি বলেছেন, আমাদের ছেলে-মেয়েরা একদিন চান্স পাবে। এই আশাতেই রোজ যখনই সময় পাই তখনই খেলা দেখি।

বুধবার বঙ্গবন্ধু আন্তঃ বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২২-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন শেখ হাসিনা। যেখানে হাজির হয়ে নিজের কষ্টের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, বিশ্বকাপ হচ্ছে আর আমাদের সেখানে কোনও অবস্থানই নেই। এটা আসলে কষ্টই দেয়। যখনই সময়-সুযোগ হয় তখনই টিভির সামনে খেলা দেখি, আর ভাবি কবে আমাদের ছেলেমেয়েরা এই সুযোগ পাবে। তবে খুব তাড়াতাড়ি তাঁরা সেই সুযোগ পাবে এই আশাই রাখি’। আমাদের মেয়েরা অনেক ভালো করছে, এতে কোনও সন্দেহ নেই। এশিয়ান গেমসে ফুটবল ক্রিকেটে পারদর্শিতা দেখাচ্ছে। আমার ধারণা, ছেলেরাও পারবে।

তাঁর কথায়, খেলাধুলা যুব সমাজকে পথ দেখায়। জঙ্গিবাদ, মাদক বা সন্ত্রাস চাই না, চাই উন্নয়ন। আর খেলাধুলার বিকাশে সরকারের পৃষ্ঠপোষকতার প্রয়োজন রয়েছে। সেভাবেই কাজ চালিয়ে যাচ্ছি আমরা। সারাদেশে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি, খেলোয়াড়দের আরও বিকশিত হওয়ার জন্য প্রশিক্ষণ দিচ্ছি। সামনে আরও সুযোগ করে দেব যাতে, পরবর্তীতে বাংলাদেশকে কোনও কিছু থেকে বাদ না যেতে হয়।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version