UAE Entry Rule Change: একক নামের ব্যক্তিদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা, নয়া নিয়ম জারি UAE-তে

।। প্রথম কলকাতা ।।

UAE Entry Rule Change: পদবিহীন নাম এবং নামহীন পদবী রয়েছে এমন পাসপোর্টের মালিককে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে অনুমতি দেওয়া হবে না। এমনই নয়া নিয়ম জারি করল সংযুক্ত আরব আমিরাত। সেই যাত্রীকে INAD হিসেবে বিবেচনা করা হবে। এই নয়া নিয়ম অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে সে দেশে।

আমিরাত দ্বারা জারি করা এই নতুন নির্দেশিকা গুলির ভিত্তিতে এয়ার ইন্ডিয়া এবং এআই এক্সপ্রেসের তরফ থেকেও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যে সমস্ত ব্যক্তিদের একক নাম রয়েছে তাঁরা সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করার অনুমতি পাবেন না। ২১ নভেম্বর এআই এবং এআই এক্সপ্রেসের তরফ থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে।

সেই সার্কুলেরে জানানো হয়েছে, UAE- তে ভ্রমণের জন্য বেশ কয়েকটি নির্দেশিকা বর্তমানে কড়া ভাবে পালন করতে হবে । তার মধ্যে সর্বপ্রথম যেটি সেটি হল একক নামের যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা। অর্থাৎ শুধুমাত্র উপাধি রয়েছে কিংবা শুধুমাত্র নাম রয়েছে এমন কোন পাসপোর্টধারীকে সংযুক্ত আরব আমিরাতে গ্রহণযোগ্য বলে ধরা হবে না। উপরন্তু সেই যাত্রীকে INAD হিসেবে বিবেচনা করা হবে। INAD মূলত বিমান পরিষেবার ভাষা। এর অর্থ গ্রহণযোগ্য নয় এমন যাত্রী।

কারা INAD- এর আওতাভুক্ত ?

কোন যাত্রী এমন একটি দেশে যেতে চাইছেন যেখানে তাঁর প্রবেশের অনুমতি নেই। তখন সেই যাত্রীর জন্য INAD কথাটি ব্যবহার করা হয়। এআই এবং এআই এক্সপ্রেস এর তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উদাহরণ দিয়ে এই INAD যাত্রীর বর্ণনা দেওয়া হয়েছে। যেমন ধরুন কোন যাত্রীর নাম দীপক। পাসপোর্টে তাঁর নামের জায়গায় দীপক রয়েছে কিন্তু কোন রকম উপাধি নেই। আবার হয়ত উপাধি রয়েছে কিন্তু কোনরকম নাম দেওয়া হয়নি। সে ক্ষেত্রে ওই যাত্রীকে ভিসা দেওয়া হবে না। আর যদি কোনো কারণে পূর্বে ভিসা ইস্যু করা হয়ে থাকে তাহলে তাকে INAD যাত্রী হিসেবে উল্লেখ করা হবে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version