International Mother Language Day: ২১ ফেব্রুয়ারিকে ঘিরে বাঙালির আবেগময় স্মৃতি, প্রথম কয়টি দেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে?

।। প্রথম কলকাতা ।।

International Mother Language Day: মাতৃভাষা প্রত্যেকটি মানুষের পরিচয় বহন করে। কারোর মাতৃভাষা উর্দু হতে পারে কারোর মারাঠি কারোর গুজরাটি তো কারোর মাতৃভাষা বাংলা হতে পারে। এক কথায় যদি বলতে হয় তাহলে মাতৃভাষার গুরুত্ব প্রত্যেকের জীবনে মাতৃদুগ্ধের সমান। আর আগামী ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষা (Bengali Language) ব্যবহারকারী জনগণের জন্য একটি গৌরবোজ্জ্বল দিন। এই দিনটি ভাষার জন্য আত্মত্যাগের দিন। ১৯৯৯ সালে ইউনেস্কো (UNESCO) এই দিনটিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে ঘোষণা করার আগে পর্যন্ত এটি শহীদ দিবস হিসেবে পালন করা হত বাংলাদেশে। ওপার বাংলার মানুষের কাছে এর ইতিহাস অজানা নয়।

১৯৪৮-এর ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান (Pakistan) গণপরিষদে উর্দু এবং ইংরেজিকে সরকারি ভাষা হিসেবে নির্ধারণ করা হয়। সেই সময় উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলাকেও গণপরিষদের ভাষা হিসেবে গ্রহণ করার প্রস্তাব দেন ধীরেন্দ্রনাথ দত্ত। কিন্তু তা অগ্রাহ্য করা হলেই শুরু হয় বিক্ষোভ। ১৯৫২-র এই দিনেই পূর্ব পাকিস্তানের (East Pakistan) অন্তর্গত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ও সমাজকর্মীরা পাকিস্তান সরকারের ভাষা নীতির বিরোধিতা করেন। মাতৃভাষার রক্ষার্থে পথে নেমেছিলেন তরুণরা। তাঁদের দাবি ছিল বাংলা ভাষাকে সে দেশের রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে হবে।

তবে দাবি করা হলেই যে সঙ্গে সঙ্গে তা মেনে নেওয়া হবে, এমনটা নয়। সেরকমই সে সময়ও তাঁদের দাবি প্রথমেই মেনে নেওয়া হয়নি। এমনকি পাকিস্তানের পুলিশ তাঁদের উপর গুলি চালালেও প্রতিবাদ বন্ধ হয়নি। প্রত্যেক সময়েই জনগণের দাবির কাছে মাথা নোয়াতে হয় সরকারকে। সে সময়ও তার অন্যথা হয়নি। সরকার আর জনগণের লড়াইয়ে জিতেছে সাধারণ। শেষ পর্যন্ত বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে একপ্রকার বাধ্য হয়েছে সরকার। কিন্তু সেই সময় ভাষা আন্দোলন করতে গিয়ে নিহত চার যুবকের স্মরণে এই দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হত। পরবর্তীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। বিশ্বজুড়ে ২৭.৬ কোটির বেশি মানুষ বাংলা ভাষার ব্যবহার করে থাকেন। অন্যদিকে উর্দু (Urdu) বলেন ৬ কোটির কাছাকাছি মানুষ। মহারাষ্ট্রে রাজ্যেরই প্রায় ৭ কোটি মানুষ মারাঠি ভাষায় (Marathi Language) কথা বলে। এছাড়া রয়েছে তেলুগু, তামিল ও আরও নানা ভাষা। ২১ ফেব্রুয়ারি দিনটি পৃথিবীর সব জাতিগোষ্ঠীর মানুষদের মাতৃভাষার অধিকার ও মর্যাদার স্বীকৃতিকে স্মরণ করিয়ে দেয়।

কিন্তু প্রথম বছরে কয়টি দেশ এই দিনটি পালন করেছে?

পৃথিবীর ১৮৮টি দেশ প্রথম বছরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day) হিসেবে ২১ ফেব্রুয়ারি দিনটি পালন করেছে। আর এই দিনটি পালনের জন্য উদ্যোগী হয়েছিল বাংলাদেশ (Bangladesh)। এই দিনটি বাঙালির কাছে অনুপ্রেরণা থেকে কম কিছু নয়। সকলের মনে এদিন বাজে একুশের অমর শোক সঙ্গীত। এই ভাষাতেই কাব্যগ্রন্থ লিখে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯৭৪-এ জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দিয়ে বাংলাকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলা আজ শুধু বাংলাদেশের ভাষা নয়, বিশ্বের কাছে এক গৌরবের ইতিহাস সৃষ্টিকারী পরিচিত ভাষা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version