Turkey Earthquake: আবার ভূমিকম্পে কাঁপল তুরস্ক আর সিরিয়া! মৃত ৩, আহত প্রচুর

।। প্রথম কলকাতা ।।

Turkey Earthquake: আবার ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল তুরস্ক (Turkey) আর সিরিয়া (Syria)। রীতিমত পরপর ৩২ বার আফটার শক পেয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ৪ মিনিট নাগাদ তুরস্কের দক্ষিণাঞ্চলের হাতায় আবার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৪। তার পরে তুরস্কের ওই অঞ্চল ৩২ বার আফটার শকে কেঁপে উঠেছে। যার মধ্যে একটির মাত্রা ছিল ৫.৮। তুরস্কের পাশাপাশি একইভাবে ভূমিকম্প অনুভূত হয়েছে সিরিয়া, লেবানন এবং মিশরে। গতরাত্রে হওয়া ভূমিকম্পে আহত হয়েছেন ২১৩ জন এবং নিহত হয়েছেন ৩ জন। এই খবর নিশ্চিত করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলেইমান সোইগু। অপরদিকে বেসরকারি তথ্য অনুযায়ী, এই সংখ্যা আরো বেশি। আহত হয়েছেন প্রায় ৬৮০ জন।

তুরস্কের আনাদলু এজেন্সি ডিজাস্টার এন্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট প্রেসিডেন্সির বরাত দিয়ে জানায়, হাতায়ের ডিফেন্স ডিস্ট্রিক্টে স্থানীয় সময় রাত ৮টা ৪ মিনিট নাগাদ এই ভূমিকম্প হয়েছে। ৬.৪ মাত্রার ভূমিকম্পটি প্রথমে হয়েছিল ১৬.৭ কিলোমিটার গভীরতায়। দ্বিতীয় ভূমিকম্পটি হয়েছে ৭ কিলোমিটার গভীরতায়। আনাদলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ৬ই ফেব্রুয়ারি সোমবার হওয়া ভূমিকম্পের কেন্দ্র স্থল ছিল হাতায় থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে। যার কারণে প্রচুর ভবনের ক্ষতি হয়েছে। তুরস্কের দক্ষিণাঞ্চলীয় সেই হাতায় প্রদেশে নতুন দুটি ভূমিকম্পে এখন নিহত হয়েছেন ৩ জন এবং আহত হয়েছেন ২১৩ জন।

তুরস্ক আর সিরিয়ায় যেন ভূমিকম্পের ক্ষত শুকাচ্ছে না। ৬ ফেব্রুয়ারি সোমবার ভোররাতে তুরস্ক আর সিরিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্পে মৃত্যু হয়েছে প্রায় ৪৫ হাজারের কাছে। তুর্কি কর্মকর্তারা এখনো পর্যন্ত ৬ হাজারের এরও বেশি আফটার শক রেকর্ড করেছেন। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনার সংস্থা সতর্ক করে জানিয়েছে, ভূমিকম্পের পর সমুদ্রের ঢেউ প্রায় ৫০ সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তাই নাগরিকদের উপকূলীয় এলাকার এড়িয়ে চলার সতর্কতা জারি করা হয়েছে। তুরস্কের ভাইস প্রেসিডেন্ট এলাকার নাগরিকদের ক্ষতিগ্রস্ত ভ্রমণ থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version