।। প্রথম কলকাতা ।।
Turkey Earthquake: বড় বড় নগরীর এলাকা জুড়ে যেন ধ্বংসস্তূপ। গুঁড়িয়ে মাটির সঙ্গে মিশে গিয়েছে বহুতল। কারো সাজানো গোছানো সংসার এক লহমায় ধ্বংস হয়ে গিয়েছে। বড় বড় শপিংমলের জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এই দৃশ্য দেখে কার্যত এখন গোটা বিশ্ব মর্মাহত। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৮। এখনো পর্যন্ত ঠিক কতজন মারা গিয়েছেন তার নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। আশঙ্কা করা হচ্ছে, বহু মানুষের মৃত্যু ঘটেছে। একাধিক বহুতল ভেঙে পড়েছে। তুরস্ক থেকে উঠে আসছে একের পর এক ভয়াবহ ভিডিও।
#BREAKING: Massive 7.7 Magnitude #Earthquake Hits Southern #Turkey & Has Caused Widespread Building Collapses. pic.twitter.com/FrBeGDX9DP
— Sn00pdad (@sn00pdad) February 6, 2023
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তুরস্কের ভিডিও। যেখানে দেখা যাচ্ছে ভূমিকম্পে তুরস্কের অবস্থা ঠিক কতটা মারাত্মক। সোমবার ভোরে হঠাৎ করেই তুরস্কের দক্ষিণ-পূর্বে গাজিয়ানটেপ (Gaziantep) এলাকা কেঁপে ওঠে। মার্কিন জিওলজিক্যাল সার্ভিসের (US Geological Service) তথ্য অনুযায়ী, সোমবার ভোর ৪টে ১৭ মিনিট নাগাদ এই এলাকার প্রায় ১৭.৯ কিলোমিটার অঞ্চল তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে। আপাতত গোটা দেশ জুড়ে ভূমিকম্পের আতঙ্ক। মাত্র ১৫ মিনিটের ব্যবধানে দেশটি পেয়েছে ভূমিকম্পের আফটার শক। দ্বিতীয় ভূমিকম্পের মাত্রাটিও কম জোরালো ছিল না, রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৭। ইতিমধ্যে এই তুরস্কের বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কার্যের নেমে পড়েছে, তবে আশঙ্কা করা হচ্ছে বড়সড় ক্ষতি হতে পারে। তুরস্কের সরকার মৃত্যুর নির্দিষ্ট সংখ্যা নিয়ে এখনো পর্যন্ত অফিশিয়ালি কোনো তথ্য প্রকাশ্যে আনেনি। আশঙ্কা করা হচ্ছে দেশটির, দক্ষিণ পূর্বাঞ্চলে ধসে পড়েছে একাধিক বাড়ি। ভূমিকম্পের প্রভাব পড়েছে সিরিয়া, সাইপ্রাস এবং লেবাননে।
#BREAKING: Major damage following preliminary 7.8 magnitude earthquake in Turkey. pic.twitter.com/UJYAmcTkjS
— Moshe Schwartz (@YWNReporter) February 6, 2023
তুরস্কের প্রাদেশিক রাজধানী তথা গুরুত্বপূর্ণ শহর হল এই গাজিয়ানটেপ। যা সিরিয়া সীমান্তের কাছে রয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই কাণ্ডে প্রায় ৩৪ টি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যার নিচে প্রচুর মানুষ আটকে থাকতে পারেন। ভূমিকম্প এমন সময হয়েছে যখন অধিকাংশ মানুষ ঘুমের ঘোরে ছিল। তাই মৃত্যুর সংখ্যা এক লাফে অনেকটা বাড়তে পারে। গোটা বিশ্বে তুরস্ক হল অন্যতম একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল এলাকা। এর আগেও ১৯৯৯ সালে এখানে একবার ভূমিকম্প হয়েছিল। তখন রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৪, মৃত্যুর সংখ্যা ছিল প্রায় ১৭ হাজারেরও বেশি।
Another Video- First video is emerging after a M7.8 earthquake in central Turkey.#earthquake in #Şanlıurfa#Turkey #Earthquake pic.twitter.com/mVxNorZ0j0
— News Update (@ChaudharyParvez) February 6, 2023
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবারের এই বিধ্বংসী ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্কে ৫৩ জন এবং সিরিয়ায় ৪২ জনের মৃত্যু হয়েছে। তুরস্কে সৌদি আরব দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ৭ নাগরিকের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ৭ থেকে ৭.৯ রিখটার স্কেলে ভূমিকম্প হলে ভবন ধসে পড়ে। মাটির ভিতরে পাইপ ফেটে যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে অনেক ভিডিও। যার মধ্যে ধ্বংসযজ্ঞের পরিস্থিতি দৃশ্যমান।
BREAKING: First footage is emerging after a M7.8 earthquake in central Turkey.#Turkey #Earthquake
pic.twitter.com/5nJL41NFhO— Global News Network (@GlobalNews77) February 6, 2023
BREAKING: Powerful 7.8 magnitude earthquake strikes southern Turkey, injuring multiple people; multiple fatalities expected.https://t.co/qu8jwgvaIZ
— AZ Intel (@AZ_Intel_) February 6, 2023
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম