Aloe Vera business: প্রতি মাসে অর্থ উপার্জন, অ্যালোভেরা জেল তৈরির ব্যবসায় ইনভেস্টমেন্ট কত?

।। প্রথম কলকাতা ।।

Aloe Vera business: অ্যালোভেরা, যাকে কম বেশি সবাই চেনেন। ত্বকের যত্নে, চুলের যত্নে অ্যালোভেরা ব্যবহার করা হয়। আপনি সহজেই করতে পারেন অ্যালোভেরার ব্যবসা। অ্যালোভেরা ব্যবহৃত হয় হারবাল কসমেটিক্স জিনিস উৎপাদন করতে এবং বিভিন্ন রকমের ওষুধ কোম্পানি ইত্যাদি অ্যালোভেরা ব্যবহার করে থাকে।

অ্যালোভেরার ব্যবসা দু ধরনের হতে পারে। প্রথমত অ্যালোভেরা চাষ করে আবার দ্বিতীয়ত অ্যালোভেরা জুস অথবা পাউডারের জন্য মেশিন বসিয়ে ব্যবসা করতে পারেন। অ্যালোভেরা উৎপাদন করতে অনেকটাই কম খরচ হয়।

সারা পৃথিবী জুড়ে অ্যালোভেরার চাহিদা রয়েছে। কারণ অ্যালোভেরায় রয়েছে ভিটামিন এবং খনিজ একেবারে ভরপুর মাত্রায়।

অ্যালোভেরা ব্যবসা করতে গেলে আপনার যা যা প্রয়োজন করতে পারে। ২৭৫০০ টাকা পর্যন্ত আপনাকে অ্যালোভেরা চারা কিনতে লাগতে পারে। যদি বড় ধরনের এবং বড় জায়গায় চাষ করতে চান।

গোবর সার কেমিক্যাল এবং গাছের সেচ দেওয়ার ক্ষেত্রে রোপণের পর সেখানে খরচ হতে পারে ৮৭৫০ টাকা।

উৎপাদনের পর ব্যবসার ক্ষেত্রে প্যাকিং এবং পরিশ্রম অথবা মজুরের ক্ষেত্রে ১৪ হাজার ৫০০ টাকা খরচ হতে পারে। অ্যালোভেরা চাষ করে অথবা ব্যবসা করে আপনি প্রায় ৬০ হাজার টাকা পর্যন্ত যদি ইনভেসমেন্ট করেন সেক্ষেত্রে বছরে পাঁচ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত আপনি লাভ করতে পারেন।

অ্যালোভেরা জেল অথবা জুস তৈরি করার জন্য মেশিন কিনতে পারেন। মেশিনটি আপনি অনলাইনেও কিনতে পারেন। এই ব্যবসা সেখানে খুব ভালোভাবে চলবে যেখানে বিদ্যুতের কানেকশন সহজে পাওয়া যায়।

এই ব্যবসার জন্য আপনি যদি লাইসেন্স পেতে চান সেক্ষেত্রে আপনার ব্যবসার জায়গার উপর নির্ভর করবে। কোম্পানি রেজিস্ট্রেশন এবং লাইসেন্স রাজ্য সরকার দ্বারা প্রাপ্ত হতে পারে।

অ্যালোভেরা জুস অথবা জেলের ব্যবসায় সরকার ঋণ দিয়ে থাকে। সেই সাথে ঋণ তিন বছর পর্যন্ত আপনি শোধ করতে পারেন। তাছাড়া আপনার কোম্পানি কত বড় আকারে আপনি তৈরি করতে চাইছেন সেই দিকটার উপরেও খেয়াল রেখে আপনার ইনভেসমেন্ট এর পরিমাণ কম অথবা বেশি হতে পারে। অ্যালোভেরা জেল তৈরির জন্য প্রসেসিং ইউনিট লাগবে আপনার। মেশিনের মাধ্যমে আপনি ১৫০ লিটার পর্যন্ত জুস তৈরি করতে পারবেন। অথবা জেল তৈরি করতে পারবেন। ১ লিটার জুস বানাতে ৪০ টাকা পর্যন্ত খরচ হতে পারে আপনার। বাজারে বিক্রি করতে পারেন দেড়শ টাকা পর্যন্ত দাম দিয়ে। বিভিন্ন রকমের কসমেটিকস ,রূপচর্চা চুলের যত্ন এমনকি জুস হিসেবে খাবার জন্য অ্যালোভেরা প্রচুর পরিমাণে জনপ্রিয়তা লাভ করেছে। সে ক্ষেত্রে ছোট আকারের থেকেও আপনি অ্যালোভেরার চাষ থেকে জেলের ব্যবসাও করতে পারেন ধাপে ধাপে। ছোট থেকে শুরু করে তারপরে বড় আকারে নিয়ে গেলেই ব্যবসা অনেকটাই নাম দায়ক হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version