China Drone: বাতাসের চেয়ে তিনগুণ দ্রুত ড্রোন চীনের কাছে, চাপ বাড়ছে তাইওয়ানের! চিন্তায় আমেরিকা

।। প্রথম কলকাতা ।।

China Drone: ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের (Ukraine-Russia War) মাঝে চীন (China) আর তাইওয়ানের (Taiwan) উত্তেজনা অব্যাহত। জারি রয়েছে চীনের হুমকি। অপরদিকে তাইওয়ানকে সাহায্য করার আশ্বাস দিয়েছে আমেরিকা (America)। এসবের মাঝে প্রকাশ্যে এল চীনের শব্দের চেয়ে তিনগুণ দ্রুতগামী অত্যাধুনিক ড্রোন, যাকে রুখে দেওয়ার ক্ষমতা তাইওয়ানের নেই। পিএলএ-র এই অত্যাধুনিক ড্রোন নিয়ে বেশ চাপে পড়েছে পেন্টাগন।

সম্প্রতি ফাঁস হয়েছে আমেরিকার গুরুত্বপূর্ণ নথি। যেখানে চীনের সামরিক অগ্রগতি সংক্রান্ত নানান তথ্য ছিল। ওয়াশিংটন সেই সমস্ত তথ্য দেখে রীতিমত হতবাক। রিপোর্ট অনুযায়ী, চীনের ভাঁড়ারে রয়েছে শব্দের থেকে তিনগুণ দ্রুত এক অত্যাধুনিক ড্রোন, যা খুব সহজেই উঁচু পার্বত্য এলাকায় উড়ে যেতে পারে। এমনটাই দাবি করা হয়েছে, দ্য ওয়াশিংটন পোস্টে। শোনা যাচ্ছে ন্যাশনাল জিয়স্পেশাল ইন্টেলিজেন্স এজেন্সির তরফ থেকে এই গোপন তথ্য পাওয়া গিয়েছে। আকাশ পথে নজরদারি চালাবে এই বিশেষ চীনা ড্রোন। যেখানে থাকবে না কোন মানুষ। আমেরিকা মনে করছে, চীনের পিপলস লিবারেশন আর্মি খুব শীঘ্রই এই ড্রোন ব্যবহার করতে চলেছে, যা দিয়ে তাইওয়ানের উপর নজর রাখবে।

গতবছরের আগস্ট মাসের ৯ তারিখে উপগ্রহ চিত্রে ধরা পড়ে, সাংহাই থেকে প্রায় ৫৬০ কিলোমিটার দূরে পূর্ব চীনের একটি বিমান ঘাঁটিতে দুটি ‘ডাবলুজেড ৮’ রকেট প্রপেল্ড ড্রোন ধরা পড়েছে। মনে করা হচ্ছে, এটি চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ডের অন্তর্ভুক্ত। যা দিয়ে নজর রাখা হবে তাইওয়ানের উপর। বিষয়টি প্রকাশ্যে আসলেও, এখনো পর্যন্ত আমেরিকার প্রতিরক্ষা বিভাগ কিংবা চীনের তরফ থেকে সেভাবে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু ধারণা করা হচ্ছে বিষয়টি একেবারে তাইওয়ানের জন্য ভালো হবে না। যদি চীন সরকারের কাছে এই ধরনের শক্তিশালী অত্যাধুনিক ড্রোন থাকে তাহলে তা মোকাবিলা করা তাইওয়ানের পক্ষে বেশ কষ্টকর।

সম্প্রতি তাইওয়ানের সঙ্গে চীনের সম্পর্ক একেবারেই যাচ্ছে না। উপরন্তু তাইওয়ানের প্রেসিডেন্ট যখন আমেরিকার সফরে যান তখন বারংবার চীন হুমকি দিয়েছে, যাতে তিনি কোন রকম কূটনৈতিক বৈঠক না করেন। সেই হুমকিকে গ্রাহ্য না করে আমেরিকার সঙ্গে তাইওয়ানের বৈঠক হয়েছে। আর তার জবাব দিতে তাইওয়ান প্রণালীর কাছে সামরিক মহড়া চালিয়েছে চীন। চীনের অত্যাধুনিক এই ড্রোন সংক্রান্ত তথ্যটি ফাঁস করেছে আমেরিকার ম্যাসাচুসেটস এয়ার ন্যাশনাল গার্ডের ২১ বছরের সদস্য জ্যাক ডগলাস টেইক্সিয়েরা। শোনা যাচ্ছে, গোপন নথি ফাঁস হওয়ায় সেই অভিযোগে তাকে গ্রেফতার করেছে এফবিআই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version