।। প্রথম কলকাতা ।।
LAXMI PUJA 3023: আপনি কি এবছর দিনের বেলায় লক্ষ্মীপুজো করছেন? কিছুতেই টাকা জমাতে পারছেন না? পুজোর নিয়মে ভুল করছেন না তো। কেন রাতেই পুজো হয় মা লক্ষ্মীর? এভাবে যদি দেবীকে সন্তুষ্ট করতে পারেন এই পূর্ণিমায় দূর হবে সব অর্থকষ্ট। অনেকেই উপোস করে থাকতে পারেন না রাত পর্যন্ত। তাই দিনের বেলাতেই পুজো সেরে নেন। কিন্তু তাতে আদৌ মা লক্ষ্মী পুজো নেন তো? কোজাগরী শব্দের অর্থ হল কে জেগে আছ? বিশ্বাস করা হয়, পুজোর দিন রাতে দেবী খোঁজেন কোন ভক্ত তাঁর জন্য জেগে রয়েছেন রীতি মেনে সেই বাড়িতেই পা পড়ে দেবী লক্ষ্মীর। কিন্তু তবুও যদি পুজোর সময় আপনি এই কটা বিষয় খেয়াল রাখতে পারেন। তাহলে মা লক্ষ্মীর আর্শিবাদে কোনও অভাব থাকবে না।
লক্ষ্মী পুজোর দিন বাড়িতে আনতে পারেন তুলসী গাছ। বাড়িতে তুলসী গাছ থাকলে তা এই দিন থেকে নিয়মিত পুজো করতে পারেন এতে অর্থকষ্ট দূর হয়। মনে করা হয়, তুলসী স্বয়ং নারায়ণের রূপ তাই এই গাছ ঘরে আসলে সৌভাগ্য বাড়বে। কোজাগরী লক্ষ্মীপুজোর দিন যদি পায়েস রাখা যায় তাহলে সংসারে অর্থকষ্ট দূর হয় এমনই বিশ্বাস। ঝাড়ু কে মা লক্ষ্মীর প্রতীক মনে করা হয়, আর তার জন্যই এই ঝাড়ু ঘরের পরিষ্কার এলাকায় রাখা উচিত। ঝাড়ু পুরনো হয়ে গেলে তা কোনও জায়গায় মাটির নিচেয় পেতে রাখুন। সৌন্দর্য ও সম্পদের দেবী চঞ্চলা। তাই তাঁকে ঘরে আনতে বেশ কাঠখড় পোড়াতে হয় আপামর বাঙালিকে। লক্ষ্মীর ঝাঁপি যাতে পরিপূর্ণ থাকে, তারই আরাধনা করা হয়।
বলা হয় লক্ষ্মীপুজোর দিন কোনও দরিদ্রকে যদি সাদা কোনও বস্তু বা বস্ত্র দান করেন তাহলে কোনও দিনও আপনার ভাত কাপড়ের অভাব হবে না। লক্ষ্মীপুজোতে কড়ি রাখুন দেবীর বেদীতে এতে সংসারে আর্থিক কষ্ট দূর হয়। লক্ষ্মীপুজোর দিন দেবীর পুজোর বেদীর আশপাশে রেখে দিন কয়েন বা মুদ্রা। সোনার গয়নাও অনেকে রাখেন যা খুবই শুভ বলে মনে করা হয়। বাড়ির ঠাকুরের স্থানে মা লক্ষ্মী দেবীর সামনে ছোট এক ঘটি মধু রেখে দিন। যদি সম্ভব হয় তা হলে, আটটা রুটিতে সামান্য গুড় মাখিয়ে প্রতি মঙ্গলবার পাখিদের খাইয়ে দিন।
মা লক্ষ্মী দেবী আমাদের উপর প্রসন্ন থাকলে, আমাদের জীবনে কোনও বাধা বিশেষ একটা থাকে না। জ্যোতিষশাস্ত্র মতে মা লক্ষ্মী দেবীর পুজোর সময় এই টোটকাগুলি যদি মানা যায়, তা হলে মা লক্ষ্মী দেবী আমাদের উপর দ্বিগুণ প্রসন্ন হন। মা লক্ষ্মী খুব অল্পেতেই সন্তুষ্ট।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম