LAXMI PUJA PANCHALI: লক্ষ্মী পুজোয় পাঁচালি পড়লে কি হয় জানেন ? এই ফুল দিয়ে পুজো দিলে দেবীর আশীর্বাদ পাবেন

LAXMI PUJA PANCHALI:  লক্ষ্মীর পাঁচালি ছাড়া লক্ষ্মীপুজো অসম্পূর্ণ কিন্তু পাঁচালী পাঠ করা কেন এত গুরুত্বপূর্ণ? কোন নিয়মে পড়বেন? মা লক্ষ্মীকে পুজোয় নিবেদন করুন এই ৫ ফুল। সংসারে অভাব থাকবে না কোনওদিন মা লক্ষ্মীর আর্শীর্বাদে কোটিপতি হতে পারেন আপনিও। লক্ষ্মীপুজো করলে ঘরে চঞ্চলা লক্ষ্মী হন অচলা। লক্ষ্মীপুজোয় ঘণ্টা বাজাতে নেই। বলা হয়, তিনি শান্ত দেবী। আওয়াজে চঞ্চলা হয়ে পড়েন অচঞ্চলা। কোজাগরী লক্ষ্মীপুজোর যে সব নিয়ম রয়েছে তার মধ্যে অন্য়তম হল লক্ষ্মীর পাঁচালী পাঠ। পুজোর শেষে পাঁচালী পড়া পুজোর একটি গুরুত্বপূর্ণ অংশ। এর ফলে মা লক্ষ্মী স্তুষ্ট হন। পাঁচালী পাঠের নিয়ম জানুন।

লক্ষ্মীর পাঁচালীতেই মা লক্ষ্মীর পুজোর সব মন্ত্র লেখা থাকে। লক্ষ্মী দেবীর আহ্বান মন্ত্র পাঠ করে মায়ের ঘটে বা পায়ে ফুল দিয়ে পুজো শুরু করতে হয়। হাতে ফুল নিয়ে পাঁচালী পাঠ করতে হবে। শেষে শঙ্খ বাজিয়ে মায়ের কাছে মনের প্রার্থনা জানিয়ে পুজো শেষ করতে হবে। অনেকে পুরোহিতের পুজো শেষে নিজেই লক্ষ্মীর পাঁচালী পড়েন। তারপর প্রসাদ খেয়ে উপোস ভাঙেন। লক্ষ্মীপুজোর পর একটি ফুল ও দুটি তুলসীপাতা দিয়ে নারায়ণকে পুজো করতে হয়, এমনটাই পঞ্জিকায় বলা হয়ে থাকে। লক্ষ্মীর পাঁচালী পড়লে আপনার ভাগ্য বদলে যেতে পারে। কীভাবে জানেন?

মনে করা হয় লক্ষ্মীর পাঁচালী পাঠ করলে সকল অসুখ বিসুখ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া লক্ষ্মীর পাঁচালী পড়লে চাকরি ও ব্যবসায় দারুণ উন্নতি হয়। বাড়ি থেকে রোগ ব্যাধি ও নেগেটিভ এনার্জি দূর হয়। লক্ষ্মীর পাঁচালী পাঠের শুভ প্রভাবে লক্ষ্মীর পাঁচালী পাঠ করলে ঋণের হাত থেকে মুক্তি পাওয়া যায়। যে বাড়িতে লক্ষ্মীর পাঁচালী পাঠ করা হয় সেখাানে লক্ষ্মীর আশীর্বাদে কোনও অশুভ ঘটনা ঘটে না। এমনটাই সকলের বিশ্বাস। মা লক্ষ্মীর কিছু প্রিয় ফুল রয়েছে। এই ফুলগুলো যদি পুজোয় অর্পণ করতে পারেন। দেবী সন্তুষ্ট হন। এমনটাই বিশ্বাস।

লক্ষ্মী দেবীর প্রিয় পদ্ম ফুল। মা লক্ষ্মীর লাল গোলাপ খুব পছন্দের। লাল গোলাপ নিবেদন করলে মা লক্ষ্মী প্রসন্ন হন। বিশ্বাস করা হয়, বিবাহিত মহিলাদের দেবী লক্ষ্মীকে লাল গোলাপ নিবেদন করা উচিত। গাঁদা ফুল ভগবান বিষ্ণুর খুব প্রিয়। যে কারণে তিনি দেবী লক্ষ্মীকে গাঁদা ফুল অর্পণ করে প্রসন্ন হন। তাই পুজোয় দিতে পারেন গাঁদা ফুল। সাদা কলকে ফুলকে শান্তি, সুখ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তাই মা লক্ষ্মীর পুজোয় এই ফুল অর্পণ করুন দেবী প্রসন্ন হবেন।

মা লক্ষ্মী অল্পতেই সন্তুষ্ট। লক্ষ্মীর প্রতিমা না থাকলে ফুলে চন্দন মাখিয়ে ঘটে দেবেন। এরপর লক্ষ্মীকে ফুল দেবেন। তারপর প্রথমে ধূপ ও তারপর প্রদীপ দেখাবেন। শেষে নৈবেদ্যগুলি নিবেদন করে দেবেন। মা লক্ষ্মীর বাহনকেও একটি ফুল দেবেন।মনে করা হয়, যে কোনও পুজোর সঠিক সুফল তখনই পাওয়া যায়, যখন আরাধ্য দেবতা তাঁর ভক্তের ওপর প্রসন্ন হন। কথায় আছে, ভক্তের ওপর ঈশ্বর অল্পেতেই সন্তুষ্ট হন। আবার এটাও ঠিক যে, মন দিয়ে নিষ্ঠা ও ভক্তি দিয়ে যদি ঈশ্বরের আরাধনা করা হয়, তা হলে খুব সহজেই ঈশ্বরকে প্রসন্ন করা যায়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version