।। প্রথম কলকাতা ।।
Kaushiki Amavasya 2023: ভাগ্যের উপর থেকে কালো ছায়া কাটাতে কৌশিকী অমাবস্যার রাতে করুন এই কাজগুলো। এই অমাবস্যার রাতকে তারা রাত্রি বলা হয়। তারাপীঠে হয় মায়ের বিশেষ পুজো। এদিন একবার তারা মায়ের দর্শনে সব বিপদ কাটবেই আপনার। তন্ত্রসাধনার জন্য এই অমাবস্যা কেন এতো গুরুত্বপূর্ণ? জীবনের সব সমস্যা দূর হবে এই টোটকা মানলে আপনার জীবনের বাধা-বিপত্তি দূর করবেন স্বয়ং মা তারা। ১৪ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। অনেকেই জানেন না মা তারারই আরেক নাম কৌশিকী। দেবী কৌশিকী রূপেই শুম্ভ-নিশুম্ভকে বধ করেছিলেন মা তারা। জ্যোতিষ বলছে এই রাতে কিছু টোটকা আপানার ভাগ্য বদলাতে পারে।
অমাবস্যার দিন আপনার বাড়িঘর খুব সুন্দর ভাবে পরিষ্কার রাখুন। ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে সে দিকে নজর রাখবেন। কোনও এঁটো বাসনপত্র যেন না থাকে। অমাবস্যায় সন্ধের পর বাড়ির সদর দরজার সামনে মনে করে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিটি বিশেষ। বলা হয় বামাখ্যাপা কৌশিকী অমাবস্যায় সিদ্ধিলাভ করেছিলেন।কৌশিকী অমাবস্যা, অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা। তাই কৌশিকী অমাবস্যায় উপোস রাখতে পারলে খুবই ভাল। তা না পারলেও নিরামিষ খান। এদিন মা তারার পায়ে সিঁদুর ও লাল রক্তজবা নিবেদন করুন।এতে আপনার জীবন থেকে অমাবস্যার কালো ছায়া দূর হবে। সন্ধ্যাবেলায় একটি কুয়ো বা একটি গর্তে এক চামচ দুধ ঢালুন তাতে আপনার জীবনের সমস্ত বাধাবিপত্তি দূর হয়ে যাবে।
বলা হয় কৌশিকী অমাবস্যার রাতেই এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দরজা মুহূর্তের জন্য খোলে। সেকারণেই রাতে জাগ্রহ হয়ে উঠেন দেবী মা। বিশেষ যোগে এই নিয়মটা মানুন। একটি শুকনো নারকেল অর্থাৎ নারকেলের ভিতরে জল যেন না থাকে এমন নারকেল নিয়ে তার এক দিকে ফুটো করে সে ফুটো দিয়ে চিনি পুরে দিন ভিতরে। এ বার ওই অবস্থায় নারকেলটিকে নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও পুঁতে দিন।
এতে সুখ আসবে আপনার ঘরে। তন্ত্রসাধনার জন্য সাধারণত জ্যোতিষীরা অমাবস্যার রাতকেই বেছে নেন। তেমনই একটি হচ্ছে কৌশিকী অমাবস্যা।
এ বছর কৌশিকী অমাবস্যা আগামী ১৪ সেপ্টেম্বর বা ২৭ ভাদ্র। ১৪ সেপ্টেম্বর ভোর ৫.৩১ মিনিটে শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যা।জ্যোতিষীরা বলছেন এই সময় এই বিশেষ কয়েকটা কাজ করলে আপনি মা তারার আর্শির্বাদ পাবেনই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম