Vegetables Seed: শীতকালীন সবজির চারা কীভাবে করবেন বুঝতে পারছেন না ? জেনে নিন সহজ পদ্ধতি

।। প্রথম কলকাতা ।।

Vegetables Seed: শীতকাল আসলেই হরেক রকম সবুজ সবজির আগমন দেখা যায় বাজারে। এমন অনেক সবজি আছে যেগুলি শীতকালেই পাওয়া যায় এবং সেগুলি খাওয়ার মজাও শীতকালেই আসে। কৃষকরা তো ব্যবসার কারণে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষ করেই থাকেন। কিন্তু অনেকে নিজের বাড়ির ছাদ বাগানে শীতকালীন সবজি চাষ করতে বেশ ভালোবাসেন। তাদেরকে দেখে হয়তো অন্য অনেকেরই নিজের ছাদ বাগানে সবজি চাষের ইচ্ছে জাগতে পারে। কিন্তু কীভাবে বীজ থেকে চারা তৈরি করা হবে, সেই চারা কীভাবে রোপণ করা হবে, কীভাবে তার পরিচর্যা করা হবে এই এত প্রশ্নের উত্তর না পেয়ে মনের ইচ্ছে মনেই চাপা পড়ে যায়।

তবে আজকের প্রতিবেদনে শীতকালীন কিছু সবজির চারা করার সহজ পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাই যারা নিজেদের বাড়িতে একদম তরতাজা শীতের সবজি চাষ করতে ইচ্ছুক তাঁরা অবশ্যই প্রয়োজনীয় কিছু তথ্য পেতে পারেন এখান থেকে। যেমন ধরুন মিষ্টি কুমড়ো, শিম, বরবটি, লাউ, শশা ,তরমুজ, করলা, ঝিঙে, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, টমেটো, ক্যাপসিকাম আরও কত ধরনের সবজি রয়েছে যা শীতকালে আপনি চাষ করতে পারেন। কিন্তু এদের সবার বীজ থেকে চারা তৈরি করার পদ্ধতি একরকম নয়। তাই ছোট ছোট পার্থক্য গুলো বিশেষভাবে মনে রাখতে হবে।

১. লাউ, বরবটি, শিম, মিষ্টি কুমড়ো, তরমুজ, করলা, ঝিঙ্গে, চিচিঙ্গা জাতীয় বীজ থেকে চারা তৈরি

২. টমেটো, লঙ্কা, ক্যাপসিকাম, ফুলকপি, বাঁধাকপি, বেগুন জাতীয় বীজ থেকে চারা তৈরি

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version