Puja Rules: দিনের প্রথম পুজোয় ভুল করবেন না, সঠিক নিয়মই রক্ষা করবে দেব-রোষের হাত থেকে

।। প্রথম কলকাতা।।

Puja Rules: হিন্দু ধর্মে অস্তিত্ব রয়েছে একাধিক দেব-দেবীর । হিন্দু ধর্মাবলম্বীরা অত্যন্ত নিষ্ঠার সাথে প্রায় প্রত্যেক দেবদেবীরই পুজো করে থাকেন । শুধুমাত্র বিশেষ কিছু দিনে নয় প্রতিদিন হিন্দু বাড়িতে নির্দিষ্ট সিংহাসনে রেখে পুজো করা হয় দেব দেবীদের। আর এই দৈনিক পুজোর পাশাপাশি বিভিন্ন উৎসব অনুষ্ঠান পার্বণ তো লেগে রয়েছে। যারা প্রতিদিন পুজো করেন তাদের বিশেষ কিছু কথা সবসময় মাথা রাখা উচিত। কারণ শাস্ত্র মতে পুজোর সময়ে ছোটখাটো কোন ভুলও বড় সমস্যার সম্মুখীন করতে পারে তাদের।

পুজো পাঠ করার জন্য বিশেষ কিছু নিয়ম উল্লেখ করা হয়েছে হিন্দু ধর্মে । যা কম বেশি সকলেই মেনে চলেন। কিন্তু সবার পক্ষে সবটা মেনে চলা সম্ভব হয় না। হয়তো অনেকে সবকিছু জানেন না। তাই পুজো করার সময় এই বিষয়গুলি অবশ্যই মনে রাখবেন –

* গীতায় বলা রয়েছে, কখনো দেবতার উদ্দেশ্যে প্রণাম করার সময় এক হাতের ব্যবহার করতে । নেই সর্বদা দুটি হাত জুড়ে তারপরে প্রণাম করতে হয় । যদি একহাতে প্রণাম করা হয় সে ক্ষেত্রে পূর্ণ লাভের কোনরকম আশা থাকে না। মাকে সর্বদা মাথা নত করে ঝুঁকে প্রণাম করতে হয়।

* অনেকেই পুজো করার সময় জপ করেন । সেক্ষেত্রে কোনভাবেই জানো জপ করার সময় আপনার ঠোঁট বা জিভ না নড়ে। এই বিষয়টি বিশেষভাবে লক্ষ্য রাখুন। এইভাবে জপ করলে তাকে উপাংশু জপ বলা হয় । মনে মনে মন্ত্র উচ্চারণ করে জপ অনেক গুণ বেশি ফল প্রদান করে এমনটাই মনে করা হয় হিন্দু শাস্ত্রে।

* যখন কেউ জপ করতে বসেন সেই সময় তাঁর ডান হাত অনাবৃত রাখা উচিত নয় । সব সময় কোন কাপড় বা গোমুখী দিয়ে হাত ঢেকে রাখতে হয়। জপ শেষ করে দেবতাদের আসনের নিচে থাকা জমিকে স্পর্শ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

* পুজোতে ফুলের ব্যবহার বিশেষ গুরুত্ব পায়। সে ক্ষেত্রে একটি বিষয় সবসময় মাথায় রাখবেন , দেবতার উদ্দেশ্যে কোন কিছু অর্পণ করতে হলে ব্যবহার করবেন ডান হাত বাঁ হাতে কখনই কিছু অর্পণ করবেন না । এমন কিছু ফুল রয়েছে যা বিশেষ দেবতাদের দেওয়া হয় না। যেমন ধরুন বিষ্ণুকে ধুতুরা, সূর্যদেবকে টগর ফুল এবং দুর্গাকে আকন্দ ফুল কখনই দেওয়া হয় না । আবার বেলপাতা ছাড়া শিবের পুজো অসম্পূর্ণ। লক্ষ্মীর পুজোতে পদ্মফুল, বিষ্ণুকে তুলসী পাতা এবং গণেশের পুজো করতে গেলে দূর্বা ঘাস অত্যন্ত প্রয়োজন।

* পূর্ব দিকে মুখ করে পুজো করতে বসুন। সিংহাসন রাখুন ঠিক সেই ভাবেই । নিজের বাঁ হাতের দিকে জোগাড় করে রাখুন ঘন্টা এবং ডানদিকে রাখবেন শঙ্খ সহ অন্যান্য পুজোর সামগ্রী।

* খালি মাটিতে বসে পুজো করবেন না। পুজো করার সময় আসনের উপর বসুন । পুজোর জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন।

* সূর্যোদয়ের এক ঘন্টার মধ্যে সূর্যদেবকে জল অর্পণ করুন । এতে সৌভাগ্য বৃদ্ধি পায়। একইসঙ্গে অত্যন্ত শুভ বলেও মনে করা হয়।

* ঠাকুর ঘরে প্রবেশ করতে হলে অবশ্যই আগে স্নান সেরে নিন । পরিষ্কার জামা কাপড়ে ঠাকুর ঘরে প্রবেশ করা উচিত। না হলে দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হন।

উপরে উল্লেখিত এই নিয়মগুলি বেশিরভাগই মেনে চলেন হিন্দু ধর্মাবলম্বীরা। যারা মেনে চলেন না তাঁরা হয়তো বিস্তারিত এই সম্পর্কে জানেন না। দেবতাকে তুষ্ট করতে দৈনিক পুজোর নিয়মে আপনি আর কী কী পরিবর্তন আনবেন তা জানতে অবশ্যই পুরোহিত কিংবা হিন্দু শাস্ত্র বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version