।। প্রথম কলকাতা ।।
Bengali serial: বিয়ের আগেই চুপি চুপি ডিনার ডেটে আদৃত-কৌশাম্বি! প্রেম জমে ক্ষীর..। এক প্লেট থেকেই খেলেন খাবার। রোম্যান্স যেন চুঁইয়ে পড়ছে….। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল সেই ছবি। হবু বৌকে যেন চোখে হারাচ্ছেন সিডি বাবা! জানেন বিয়ের আগে প্রেয়সীকে নিয়ে কোথায় গেছিলেন আদৃত?
হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন উচ্ছেবাবু আর দিদিয়া। তাদের মিষ্টি প্রেমের গল্পে জুড়বে নতুন অধ্যায়। প্রেমিক প্রেমিকা থেকে এবার সোজা স্বামী-স্ত্রীর সম্পর্কে বন্ধনে বাঁধা পড়তে চলেছেন তারকা জুটি। দু’দিন আগেই ঘটা করে অনুষ্ঠিত হয়েছে কৌশাম্বির আইবুড়ো ভাত। আর এবার সবাইকে লুকিয়ে ডিনার ডেটে গেলেন হবু বর-বউ। একান্তে সময় কাটানোর জন্য এর চেয়ে ভালো আইডিয়া আর কীই বা হতে পারে?
তবে শুধুই কি একান্তে ডিনার সারতেই গেলেন? নাকি বিয়ের আগে প্রেয়সীকে চোখে হারাচ্ছিলেন আদৃত। আর যে তর সইছেনা সিদ্ধার্থের! দুই তারকার ছবি ভাইরাল হতেই এমন নানাঊ মজার মজার মন্তব্যে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়ার পাতা। কেউ লেগ পুল করছে তো কেউ আবার বলছে, ‘যেন নজর না লাগে’!
তবে যে যাই বলুক না কেন, আদৃত-কৌশাম্বির অফ স্ক্রিন টু অন স্ক্রিন কেমেস্ট্রি সবটাই এখন পেজ থ্রির হট কেক। তাই স্বাভাবিকভাবেই তারকা জুটির এই প্রি ওয়েডিং ডেট নিয়েও অনুরাগীদের আগ্রহও রয়েছে বিস্তর। তারা কোথায় গেছিলেন? কী খেলেন? ব্রাইড টু বি-র পরনেই বা কী ছিল এইদিন? এমন হাজারটা প্রশ্ন উঁকি দিচ্ছে ভক্তদের মনে। সবুর করুন। আজ সেই সবটাই জানাবো আপনাদের।
ডিনারের জন্য হবু দম্পত্তি কোথায় গেছিলেন সেটা স্পষ্ট জানা যায়নি। তবে দুই তারকার পরনেই ছিল ক্যাজুয়াল পোশাক। খুব সম্ভবত শহরের মধ্যেই কোনও রেস্তোরাঁয় গেছিলেন তারা। একদিকে কৌশাম্বির পরনে ছিল লাল সাদা চেক শার্ট এবং ট্রাউজার। অন্যদিকে আদৃতের পরনে ছিল পুরোদস্তুর কালো টি শার্ট এবং কালো প্যান্ট।
এইদিন খাওয়া দাওয়ার পর ‘পারো’ ছবিও তুললেন বিস্তর। বিয়ের আগের এই রাগ অনুরাগের মুহুর্তটিকে স্মরণীয় করে রাখতে একগুচ্ছ সেলফি তুলে ফেললেন কৌশাম্বি। দেখে মনে হচ্ছে দু’জন দুজনকে চোখে হারাচ্ছেন যেন। এককথায় প্রেম জমে ক্ষীর। সম্প্রতি এমনই কিছু ছবি উঠে এসেছে তাদের ফ্যান পেজ গুলিতে। সেখানে দেখা যাচ্ছে সেলফির জন্য কৌশাম্বির দিকে কিছুটা ঝুঁকে গেছেন আদৃত। সেখানেই নজরে আসে তাদের প্লেট। খুব সম্ভবত আদৃতের সাথে একই প্লেটে খাবার খাচ্ছিলেন কৌশাম্বি। যদিও তাদের মেনু কী ছিল তা স্পষ্ট বোঝা যায়নি। এরপর ডিনার ডেট থেকে বের হতেই এক অনুরাগীর সঙ্গে ক্যামেরা বন্দি হলেন হবু দম্পত্তি। সম্প্রতি সেই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
দিন দুয়েক আগেই ফুলকির সেটে দু’দুবার উদযাপন হয় কৌশাম্বির আইবুড়োভাত। অর্পিতা মণ্ডল, পিয়ালী শাসমল, অভিষেক বসুদের চাউমিন, কাটলেটের পর কৌশাম্বির জন্য হাজির ছিল পঞ্চব্যাঞ্জন। মেনুতে ছিল ভাত, পোলাও, ৫ রকমের ভাজা, ডাল, মাছ, সবজি, লুচি, বেগুন, দই, মিষ্টি চাটনি, আর সামনে রাখা ছিল বড় একটা ডাব।