Bangladesh: ভয়াবহ আগুনে জ্বলছে ঢাকার বঙ্গবাজার, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল সেনাবাহিনী

।। প্রথম কলকাতা ।।

Bangladesh: ভয়াবহ আগুনে দাউ দাউ করে জ্বলছে বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকার (Dhaka) বঙ্গবাজার। আগুন নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ করছে প্রায় ৫০টি ইউনিট। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে সেনাবাহিনী। চারিদিকে ঢেকে গিয়েছে কালো ধোঁয়া। অনেকেই ওই এলাকার আশেপাশে থাকতে পারছেন না। ছড়িয়ে পড়েছে আগুনের তীব্র তাপ।

৪ই এপ্রিল মঙ্গলবার ঢাকার বঙ্গবাজারে হঠাৎ করেই আগুন লাগে। সকাল বেলা সড়ক ফাঁকা ছিল তাই ঘটনার স্থলে আগুন নিয়ন্ত্রণের ইউনিট আসতে খুব একটা দেরি হয়নি। এছাড়াও ঢাকার আশেপাশ ইউনিটগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। সকাল ৬ টা ১০ মিনিট নাগাদ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস, তারা ইউনি নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় সকাল ৬টা ১২ মিনিট নাগাদ। এখনো পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষতির পরিমাণও স্পষ্ট নয়। কোন ব্যক্তির হতাহতের খবর এখনো নিশ্চিত করা হয়নি। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সম্মিলিত সাহায্যকারী দল পাঠানো হয়েছে।

বঙ্গবাজার বাংলাদেশের কাপড়ের অন্যতম প্রধান একটি মার্কেট। এখানে প্রায় চার হাজারের মতো দোকান রয়েছে। আগুন ধীরে ধীরে বঙ্গবাজার ছাড়িয়ে আশেপাশের মার্কেটগুলোতে ছড়িয়ে পড়ছে। দাউ দাউ করে জ্বলছে আগুন। ফায়ার সার্ভিসের কর্মীরা জল দিও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না। সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে সেই দৃশ্যের ভয়াবহতা। যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ সময় লাগবে। ঢাকার সিদ্দিক বাজারেও ঠিক গত মাসে এমন দুর্ঘটনা ঘটেছিল, যার কারণে নিহত হয়েছিলেন ১৯ জন।

এখন রমজান মাস চলছে। সামনে ঈদ। ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকার জিনিস তুলেছিলেন। রীতিমত মাথায় হাত পড়ে গিয়েছে বঙ্গবাজারের ব্যবসায়ীদের। বঙ্গবাজারে থাকা বহু দোকান এক একটি পরিবারের আয়ের অন্যতম উৎস। দোকান আগুনে পুড়ে যাওয়া মানে তারা নিঃস্ব হয়ে যাওয়া। বঙ্গবাজারে আগুন লাগার ঘটনা এই প্রথম নয়, এর আগেও একাধিকবার এই বাজারে আগুন লেগেছে। মঙ্গলবার সকালে আগুন লাগার খবর পেতেই ফায়ার সার্ভিসের সদস্যরা মার্কেটের চারদিক থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ চালাচ্ছে। কিন্তু বাতাসের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে চারিদিকে। আগুন ছড়িয়ে পড়েছে পাশের এনএক্সকো টাওয়ারেও। সময় সঙ্গে সঙ্গে বাড়ছে আগুনের তীব্রতা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version