Afghanistan’s Balkh Bomb Blast: আফগানিস্তানে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত তালেবান নিযুক্ত

।। প্রথম কলকাতা ।।

Afghanistan’s Balkh Bomb Blast: বৃহস্পতিবার হঠাৎ করে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণে কেঁপে উঠল যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান (Afghanistan)। বালখ (Balkh) প্রাদেশিক সরকারের একটি বৈঠকের সময় এই বিস্ফোরণটি ঘটেছে। এই ঘটনায় নিহত হয়েছেন বালখ প্রদেশের গভর্নর সহ আরো দুই জন। এখনো পর্যন্ত বিস্ফোরণের ধরন স্পষ্ট নয়। আশঙ্কা করা হচ্ছে মৃত্যুর এবং আহতর সংখ্যা আরো বাড়তে পারে। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেনি।

বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরীফের গভর্নরের কার্যালয়ের অভ্যন্তরে বিস্ফোরণে দাউদ মুজমাল এবং আরও দু’জন নিহত হয়েছেন। আফগানিস্তানের মাজার-ই-শরিফে ৯ মার্চ বৃহস্পতিবার বোমা হামলায় একজন তালেবান-নিযুক্ত প্রাদেশিক গভর্নর এবং অন্য দুইজন নিহত হয়েছেন। এমনটাই জানান তালেবান পুলিশের একজন মুখপাত্র।

তালেবান স্থানীয় পুলিশ প্রধানের মুখপাত্র মোহাম্মদ আসিফ ওয়াজিরির মতে, বালখ প্রদেশের রাজধানী মাজার-ই শরীফের গভর্নরের কার্যালয়ের ভিতরে বিস্ফোরণে দাউদ মুজমাল এবং অন্য দু’জন নিহত হয়েছে। কেউ তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি, তবে ইসলামিক স্টেট গোষ্ঠীর আঞ্চলিক সহযোগী খোরাসান প্রদেশে ইসলামিক স্টেট নামে পরিচিত। যা তালেবানের একটি প্রধান প্রতিদ্বন্দ্বী। ২০২১ সালের আগস্টে তালেবান দেশটির দখল নেওয়ার পর থেকে জঙ্গি গোষ্ঠীটি আফগানিস্তানে তাদের হামলা বাড়িয়েছে। যাদের লক্ষ্যে তালেবান টহল এবং আফগানিস্তানের শিয়া সংখ্যালঘু সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version